লিন্কন
রাস্তায় -সড়ক পথে বের হননা এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কিন্তু যখনই সড়কের উপর আসলেন তো মূখে, চোখে নাকে এসে হাজির হবে নানান ধরেনর উড়কো ঝামেলা । ধূলাবালি, নোংরা আবর্জনার দুর্গন্ধ, গাড়ীর কালো ধোঁয়া ইত্যাদি। এগুলো রাস্তায় থেকে পরিবেশ নষ্ট করার পাশাপাশি মানুষের স্বাস্থ্যের জনও মারাত্নক হুমকি হয়ে আছে। হাপাঁনী, এলার্জী, ব্রন্কাইটিস, হৃদরোগ, কানের রোগ সহ নানান ধরনের রোগ বৃদ্ধিতে সহায়ক হয়ে আছে।
গাড়ীর মালিকদে বার বার বলার পরও তারা তাদের গাড়ীর কালো ধোঁয়া বন্ধ করার জন্য কোনব্যবস্থা নেননা। কারন তারা মনে করেন যে টাকা দিয়ে গাড়ীর কালো ধোঁয়া বন্ধ করবেন তার চেয়ে অনেক কম অর্থ পুলিশ বা বিআরটিএ এর লোকজনকে দিলেই আর কোন সমস্য হবেনা । দেশের লোকজন মরুক, জাহান্নামে যাক তাদের কি ? গাড়ীর কালো ধোঁয়া বন্ধ না করে দেশ ও দশের যে বিরাট ক্ষতি হচ্চে সেটা মানতে নারাজ তারা । উন্নত বিশ্বের প্রায় সব দেশেই গাড়ীর কালো ধোঁয়া একেবারেই নিষিদ্ধ । শুধু তাই নয় গাড়ীর নির্ধারিত ফিটনেস না থাকলে সে গাড়ী কোন ভাবেই রাস্তায় বের হতে দেয়া হয়না।
তাছাড়া রাস্তার দু পাশ্বে প্রচুর গাছ লাগানো যাতে পরিবেশ সুন্দর থাকে । আর আমাদের দেশে রাস্তার পাশ্ব থেকে গাছগুলো কাটা হয় । এদেশ থেকে কখনো গাড়ীর কালো ধোঁয়া বন্ধ করা যাবে বলে মনে হয়না। ফলে পাবলিক এর রোগ বালাই বাড়তেই থাকবে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।