আমাদের কথা খুঁজে নিন

   

নতুন অত্যাধুনিক কবিতা

এডিট করুন

হই হই ছই ছই নল সব ছল ছল করে এ মন ভরে কারে ধরে আনব নয়তো হয়তো আমার মত কত শত বিগত নতজানু অন্তত অন্তরকের মত হাপিয়ে বেড়াবে না মাঠে ঘাটে বাটে পড়ে কত দিন ঘুরে ঘুরে সব কত শত শাপলা আর দলিলের ঘাপলা পৃথিবীর কত উন্নত আমার মত কিছু হত নিহত অত দূর্বিণীত বুঝিনা কিছুই আমি জগৎস্বামী স্বঘোষিত শোষিতের চামড়ায় কামড়িয়ে দাত বসিয়ে ঘুষিয়ে রক্তের ভক্ত অনুরক্ত করে মরে মরে হলুদ জ্বরে তরতরিয়ে উড়ে উড়ে দূরে ভাগলপুরে সুরে সুরে গান বাধি আর হই প্রতিনিধি নিধিরাম বিধি উদ্ধৃতি দেয় আর নেয় সকাল সন্ধ্যা বন্ধ্যা মাটির বুকে ধুকে ধুকে গাইতি আর শাবল আবোল তাবোল হাবলের চোখ দিয়ে কাবুলের ধুলায় শিমুলের তুলায় লেপ কাথা মুড়ি দিয়ে আধখান ক্ষেপ দিয়ে ঘুড়ি উড়িয়ে দিই নীল আকাশে হাসিতে হাসিতে মধুর বাঁশিতে চাঁদের ফাসিতে বাঁশঝাড়ে ঝোপে কত শত কোপে উৎপীড়িত গৃহীত মৃত দাবিনামা খাবনামার মাঝে সকাল সন্ধ্যা সাঝে খোঁজ করে আজে বাজে লাজুক লতার লাজে লজ্জাবতীর চুপসে যাওয়া হাফসে উঠা উটের চানা বুটে ঘূটাঘুটি আর খোজ নেওয়া কাগজ ডাষ্টবিনে মহানগর পাগাড় পার হয়ে খুজে নেয় খাদ্য আর অখাদ্য বাদ্যে বাধ্য হয়ে কিছু পাতা হাত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.