আমাদের কথা খুঁজে নিন

   

এমনি করে যায় যদি দিন...

"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"

ব্লগ লিখব? সময় নাই। বই পড়ব? সময় নাই। ঘুমাবো, খাবো? আরও অনেককিছু করব? সময় নাই। আমি এত সময় কোথায় কাটাই? -কেন রাস্তায়! তুমি, তুমি কোথায় কাটাও? - আমিও রাস্তায়।

তুমি এখন কি স্বপ্ন দেখো? - পুরোনো দিন ফিরে পাবার। যেমন? -যেমন ৯-৫টা অফিস। আর? - গ্রীনিচ সময়ের সাথে ৬ঘণ্টা যোগ করা আগের সময়। কেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ "আবাল" হোসেন তো বলেছেন রাস্তায় কোন জ্যাম নেই। - খা.পু রা কত কথা বলে।

সেগুলো বিশ্বাস করতে নেই মোটেই। তড়িত মন্ত্রী বলেছেন ডিজিটাল টাইম চেঞ্জ করা হবে না। -মা.চো দের তো এই টাইমিং এ কিছু যায় আসে না। আমরা তাহলে কি করব? -মেনে নেব আর মেনে নেব। আমার এসব ভালো লাগে না।

চলো পালিয়ে যাই। -কোথায়? নাহ্, এরপরে আর আমি কল্পনা করতে পারি না। নিজের কাছে এগুলো কেমন জানি প‌্যানপ‌্যান মনে হয়। ডিজিটাল সকাল ৬.৩০ তে ঘুম থেক উঠি। বের হই ৭.৪৫ এ।

আর ফিরে যাবার কোন মা-বাপ নেই। আমার তোমার সাথে প্রেম করার সময় নেই। রাস্তার মানুষের সামনেই আমি গলা নামিয়ে মোবাইলে তোমার সাথে রোমাণ্টিক হবার চেষ্টা করি। আমি ২৫০ তম পোস্টের জন্য কোন মনকাড়া কথা লিখার বিষয় ভাবতে পারি না। আমি বিকল্প আয়ের কথা ভাবি।

তাহলে এই চাকরীটা ছেড়ে আমি এলাকা থেকে আর বেরই হব না। এ শহর আমার সময়, আমার ত্বকের ঔজ্জ্বল্য, সৃষ্টিশীলতা সব কেড়ে নিচ্ছে। আমি মুক্তির পথ হাতড়ে বেড়াচ্ছি প্রতিনিয়ত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.