আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের জাতীয় ফল কাঁঠাল কেন তা আরও একবার বোঝা গেল। মনে হয় এর জন্যই কাঁঠাল পাতা ছাগলের সবচে প্রিয় খাদ্য। আমরা কি এমনি এমনি বিশ্বের ১১ তম সুখী দেশ হয়েছি নাকি হ্যাঁ ??!!!!!!

কোনভাবে বেঁচে থাকাটাই যদি সুখ হয় তাহলে তেলাপোকা পৃথিবীর সবচে সুখী প্রাণী। আমরা এতটাই নির্বোধ যে টানা ৫ বার সেরা দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র হয়ে লজ্জিত হই না বরং পারলে এটা নিয়ে ও গর্ব করি (হাজার হোক চ্যাম্পিয়ান তো) আমাদের রাজধানী পৃথিবীর সবচেয়ে বসবাস অনুপযোগী শহর। নিজামি, সাইদী, আমিনির মতন বিকৃত মানসিকতার লোক আমদের সমাজের একটা বিরাট অংশের নেতা। দেশের শিক্ষা ব্যবস্থা বলতে কিছুই নেই, মেধা শূন্য রামছাগলরা বই মুকস্থ করে এ+ পেয়ে ডিগ্রি কলেজে ও ভর্তি হতে পারে না। জাতির পিতা, চাচা, ফুপা, মামা কে তা নিয়ে স্বাধীনতার ৪১ বছর পরও আমরা ঝগড়া করি।

আমরা সুখী না তো কে সুখী? আর পাকিস্তানের কথা কি বলবো প্রতিদিন শিয়া- সুন্নি মারামারি মসজিদে মসজিদে বোমা হামলা। সে দেশের তরুণদের দেশপ্রেম ও অসাধারণ, যখন ১৮ বছরের একটা ছেলের জন্য জাতিও দলে খেলা স্বপ্নের মতন. তখন পাকিস্তানী ছেলেরা স্বপ্নদেখে জাতীয় দলে খেলে ম্যাচ ফিক্সিং করে টাকা আয় করার। কোন জাতি কত টা নিকৃষ্ট হলে তাদের নামটাই গালি হিসেবে ব্যবহার হয়???? এ দেশে পাকি একটা বিখ্যাত এবং খারাপ গালি। আধাদেশ তালেবানদের দখলে। আমেরিকান সেনারা প্রয়োজন মতন যেখানে সেখানে বোমা বর্ষণ করে।

বালুচস্তানের মানুষ চরম অবহেলার শিকার(অনেকটা পূর্ব পাকিস্তানের মতন)... যারা ওগুলা বলে নিজেদের সুখী দাবী করে তারা নিশ্চিত ভাবে ব্ল্যাকবেব্ঙ্গল গোটের বংশধর। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.