আমাদের কথা খুঁজে নিন

   

এমনি এমনি পোষ্ট করলাম

এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক........

ছোটবেলায় কত ভাব সম্প্রসারন করছি, আপনারাও করেছেন নি:শ্চই, সেইসব ভাবসম্প্রসারনের একটা লিস্ট করতে মন চাইছে। খুব বেশি হবার কথা না ঘুরে ফিরে সবাই একি জিনিষ পড়ে, দেখি কার কি মনে আছে: ১) কী যাতনা বিষে , বুঝিবে সে কি সে কভু আশীবিষে দংশেনি যারে ২) গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন ৩) অসি অপেক্ষা মসি শ্রেয় ৪) ২৭ যদি হইতো ১২৭ ৫) দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য ৬) রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম পথ ভাবে `আমি দেব', রথ ভাবে `আমি' মূর্তি ভাবে `আমি দেব'--- হাসে অন্তর্যামী (বিষাক্ত মানুষ ) ৭)শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো, এক ফোঁটা দিলেম শিশির (বিষাক্ত মানুষ ) ৮)নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ও পার বসি দীর্ঘশ্বাস ছাড়ে--- কহে, যাহা কিছু সুখ সকলই ও পারে (বিষাক্ত মানুষ ) ৯)`কত বড়ো আমি' কহে নকল হীরাটি তাই তো সন্দেহ করি নহ ঠিক খাঁটি (বিষাক্ত মানুষ ) ১০) ধ্বনিটিরে প্রতিধ্বনি সদা ব্যাঙ্গ করে ধ্বনির কাছে সে ঋণী পাছে ধরা পরে ১১) তরুলতা সহজেই তরুলতা, পশুপাখি জন্মেই পশুপাখি ,কিন্তু মানুষ অনেক চেষ্টার পর মানুষ (তনুজা) ১২) কাটা হেরি ক্ষান্ত, কেনো কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে... (মৃন্ময় আহমেদ,খারেজি) ১৩)ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তুলো মহাদেশ, সাগর অতল... (মৃন্ময় আহমেদ) ১৪)জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। (মৃন্ময় আহমেদ) ১৫)এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি'(সিফাতরক্‌স ) ১৬)"আলো বলে অন্ধকার তুই বরো কালো অন্ধকার বলে...."(সিফাতরক্‌স,) '১৭)যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি আশুগৃহে তার...('সিফাতরক্‌স) ১৮) নহে আশরাফ যার আছে শুধু বংশ পরিচয় সে-ই আশরাফ জীবন যার পূণ্য কর্মময়... (মৃন্ময় আহমেদ ) ১৯)ভোগে নয়, ত্যাগেই সুখ। (মৃন্ময় আহমেদ) ২০) বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে... (মৃন্ময় আহমেদ) ২১)আপনি আচরি শেখাও অপরে।

(মৃন্ময় আহমেদ) ২২) আম্র বলে একদিন হে মাকাল ভাই (খারেজি)[এইটা কমন পরে নাই, আমি এইটা পড়িনাই] ২৩) দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হইতে বাইরে দুপা ফেলিয়া একটি ঘাসের শিষের উপর একটি শিশির বিন্দু ২৪)পেঁচা রাষ্ট্র করে দেয় পেলে কোন ছুতা জান না আমার সঙ্গে সূর্যের শত্রুতা (তনুজা) ২৫) শিক্ষা জাতির মেরুদন্ড। (মৃন্ময় আহমেদ) ২৬)যে সহে সে রহে। (সাব ষ্ট্যান্ডার্ড) ২৭)আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে (তনুজা) ২৮)জীবে সেবা করে যেজন, সেজন সেবিছে ঈশ্বর। (মৃন্ময় আহমেদ) ২৯)স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় দাসত্বশৃংখল কে পরিবে পায় হে কে পরিবে পায় (রোবোট) ৩০)স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন(মৃন্ময় আহমেদ,রোবট) ৩১)এ পৃথিবীতে যা কিছু মহান চির কল্যানকর অর্ধেক তাহার করিয়াছে নারী, বাকি অর্ধেক নর কোনকালে একা হয়নিকো জয়ী পুরুষের তরবারী সাহস যোগায়েছে শক্তি দিয়াছে বিজয়লক্ষী নারী(রোবোট) ৩২)চকচক করিলেই সোনা হয় না(মৃন্ময় আহমেদ) ৩৩) কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষেরি মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর (তনুজা) ৩৪) জ্ঞানবান ব্যক্তি নত হয়, ফলবান বৃক্ষ নত হয় ------------ শুষ্ক কাষ্ঠ ও মূর্খ লোক নত হয় না (উত্থাপিত বাই মৃন্ময় আহমেদ পূর্নতা প্রাপ্ত বাই তনুজা) [কমন পরে নাই] ৩৫)ইচ্ছা থাকিলে উপায় হয়। (মৃন্ময় আহমেদ) ৩৬)পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি (তনুজা) ৩৭)দাও ফিরে সে অরণ্য লও এ নগর (তনুজা) ৩৮)দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ (মৃন্ময় আহমেদ) ৩৯)আপনারে বড়ো বলে, বড়ো সেই নয় লোকে যারে বড়ো বলে, বড়ো সে-ই হয় (উত্থাপিত বাই মৃন্ময় আহমেদ কারেক্টেড বাই রোবোট) ৪০)দশের লাঠি একের বোঝা(উত্থাপিত বাই মৃন্ময় আহমেদ কারেক্টেড বাই সবাই) ৪২)দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ (মৃন্ময় আহমেদ) ৪৩) যে আশা করে সে-ই ভোগে যে ভুল করে সে-ই সাহসী হয়।

(মৃন্ময় আহমেদ)[কমন পরে নাই, এইটা আমি পড়ি নাই] ৪৪)উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে সে-ই মধ্যম, যে চলে তফাতে। (মৃন্ময় আহমেদ) ৪৫) অন্যায় যে করে, অন্যায় যে সহে তব ঘৃণা তারে তৃণসম দাহে (মৃন্ময় আহমেদ) ৪৬)বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানাভাবে নতুন জিনিস শিখছি দিনরাত্র, এই পৃথিবীর বিরাট খাতায়, পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতুহলে সন্দেহ নাই মাত্র(অপ্সরা) ৪৭) প্রয়োজন ই উদ্ভাবনের জনক ৪৮)দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধ(মৃন্ময় আহমেদ ) ৪৯) সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। (মৃন্ময় আহমেদ ) ৫০)ভাবিয়া করিয়ো কাজ, করিয়া ভাবিও না। (মৃন্ময় আহমেদ ) ৫১) চোরে না শুনে ধর্ম কাহিনী। (মৃন্ময় আহমেদ )[কমন পরে নাই] ৫২) বলেছেন: "অযোগ্য লোককে দায়িত্বপূর্ন কাজ দেওয়া চরম দায়িত্বহীনতা" ( আবু সালেহ)[কমন পরে নাই] ৫২)"অসত্যের দাপট ক্ষনস্থায়ী, কিন্তু সত্যের গৌরব চিরস্থায়ী....."( আবু সালেহ )[কমন পরে নাই] ৫৩)কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি হায় কুকুরেরে কামড়ানো মানুষের শোভা পায়(রোবোট) ৫৪)মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সুয্য হাসে (নাফসানিয়াত ফাতেমা ) ৫৫)কতরূপ স্নেহ করি দেশের কুকুর ধরি বিদেশের ঠাকুর ফেলিয়া(তনুজা)[কমন পরে নাই] ৫৬) নানান বরণ গাভীরে ভাই একই বরণ দুধ জগৎ ভরমিয়া দেখলাম একই মায়ের পুত (তনুজা)[কমন পরে নাই] ৫৭)দ্বার রুদ্ধ করি দিয়া ভ্রমটারে রুখি সত্য বলে, 'আমি তবে কোথা দিয়া ঢুকি?'(খলিল মাহমুদ) ৫৮)সংসার সাগরে দু:খ তরঙ্গের খেলা আশা তার একমাত্র ভেলা(খলিল মাহমুদ) ৫৯) সময় ও নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না ৬০) অর্থ ই অনর্থের মূল ৬১)সততাই সর্বোৎকৃষ্ট পন্থা।

( মৃন্ময় আহমেদ) ৬২)অধ্যাবসায় সফলতার চাবিকাঠি। ( মৃন্ময় আহমেদ) ৬৩)তুমি অধম বলে, আমি উত্তম হইব না কেন। ( মমমম১২ ) ৬৪)আয় বুঝে ব্যয় কর। ( মমমম১২ ) ৬৬)মানুষ মননশীল প্রাণী। ( মৃন্ময় আহমেদ) [কমন পরে নাই] আরো তো পড়ছিলাম মনে পরতেসে না


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.