আমাদের কথা খুঁজে নিন

   

এমনি এমনি পোষ্ট-২ (রচনা সমগ্র)

এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক........

ছোট বেলা থেকে বড় বেলা পর্যন্ত আমরা অনেক রচনা গলধ করন করিয়াছি এবং কিছু পরীক্ষার খাতায় উগরাইয়াছি। সেগুলোর একটা লিস্ট করতে চাই। আপনারা রচনার নাম দিয়া বাধিত করুন: ১) গরু (আমি যখনি কোন রচনা লিখতে যাইতাম আমার সবচেয়ে প্রথমে যে লাইন মাথায় আসতো তা হোলো দি কাউ ইজ এ ডোমেস্টিক এনিমেল ) ২)পাট ৩)আধুনিক সভ্যতায় বিজ্ঞানের অবদান ৪)ষড়ঋতু ৫) জাতীয় জীবনে টেলিভিশনের ভুমিকা(একলব্যের পুনর্জন্ম) ৬)তোমার প্রিয় শখ ৭)যমুনা সেতু ৮) ৯) আরো অনেক পড়ছিলাম , মনেও পরতেসে কিন্ত আমি সব লিখলে আপনারা কি লিখবেন তাই লিখলাম না। এর আগে ভাবসম্প্রসারনের পোষ্টে আপনাদের অভুতপূর্ব সাড়া পেয়ে আমি যারপর নাই আনন্দিত, আশা করি এবারো হতাশ করবেন না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.