আমাদের কথা খুঁজে নিন

   

আমি নাস্তিক বিরোধী। আবার জামায়েত-শিবির এর পক্ষেও নই!

শিখার চেষ্টা করছি>>> পোস্টের প্রথমেই বলে নেই। আমি নাজিম উদ্দিন রনি বলছি>>>>>>>>> আমি নাস্তিক বিরোধী। আমি নাস্তিক বিরোধী। আমি নাস্তিক বিরোধী। আমি নাস্তিক বিরোধী।

আমি নাস্তিক বিরোধী। আমি নাস্তিক বিরোধী। আবার জামায়েত-শিবির এর পক্ষেও নই! আমি একজন মানুষ। আমি একজন মুসলমান। আমি একজন বাংলাদেশী।

সবার কাছে আমার কিছু প্রশ্ন আছে। পারলে যুক্তি সঙ্গত উত্তর দিবেন। আর আমার কোন ভুল থাকলে আমার ভুল গুলো ধরিয়ে দিবেন। আমি ১০০% পারফেক্ট মানুষও নই! ১) রাজিব একজন নাস্তিক ছিল সেটা ফেইসবুক আইডি ভিসিট করলেই বুঝা যায়। আমারা যারা নাস্তিক বিরোধী তারা কি ওর আইডি টাকে ব্লক/রিপোট করছি? জামায়েত এর কেউ করছে? করলে ১ বছর এর ভিতর তার আইডি টা ব্লক হয়ে যেত।

বাদ দেন সেটা। তারে এত দিন হামলা করে নাই কেন???????? সে জামায়েতর এর বিপক্ষে ছিল না বলে???????????????????? ২) নাস্তিক তো ভাই এই দেশে আর আছে???????? তাদের মারেন না কেন??????????? ৩) আর মানবতা বিরোধী আন্দোলন কি রাজিব একা করছে??? নাকি ওর ডাকে সবাই একত্রিত হইছে????? যে ওর মৃত্যুতে আন্দোলন বন্ধ করে এর বিপক্ষে অবস্থান নিতে হবে???? 8) ইসলামের কোথাও কি লিখা আছে কেও যদি নাস্তিক এর জানাযা পড়ায় তাহলে সেও নাস্তিক?????????????? ৫) রাজিব মারা গেছে, আল্লাহ তার ভাল মন্দের বিচার করবে। আমি আপনি যতই চিল্লাই লাভ নাই। তাই আপনার কি মনে হচ্ছে না, আমরা রাজিব নিয়া কথা বলে আমাদের আসল লক্ষ্য থেকে সরে যাচ্ছি?????????? ৬) জামায়েত-শিবির আর ইসলাম কি এক???????? (উত্তর চাই) ৭) জামায়েত-শিবির কি আসলেই ইসলাম প্রতিষ্টার জন্য লড়াই করছে???????? 8) জামায়েত-শিবির কি দেশের ভালোর জন্য, দুর্নীতিবাজদের হাত থেকে দেশ কে রক্ষার জন্য হরতাল দিছে? নাকি তাদের দলের কিছু নেতাকে (মানবতা বিরোধী) মুক্তির জন্য দিছে???????? ৯) যারা এই দেশটাকেই চায় নাই, তাদের দেয়া হরতাল আপনি কতটুকু সমর্থন করেন????????????????????? (উত্তর চাই আমার উত্তর ফেইসবুক দিতে পারেন InkLess RoNy https://www.facebook.com/nuarony ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.