পড়ি, লিখি ও গান শুনি, আড্ডা দেই..
আমি একদিন চলে যাব, অ- নে-ক দুরে, হয়তো পরবাসে!
খোঁজ না আমায় ,
আমিতো তোমাকে সুখে রাখতেই নিজেকে লুকাবো।
‘আছি’ বলে ‘নাই’ হয়ে থাকা যে কি যন্ত্রনার
তা আমার চেয়ে কে বুঝবে বল?
জানি,শুনে তুমি কষ্ট পাবে,আমিও পুড়ব অনলে
কিন্তু তাতে শুধু তুমি আর আমি জ্বলব,
আহত হবে না সমাজ, সুস্থ থাকবে তোমার-আমার চারপাশ
আমি হারিয়ে গেলে লোকে নানা গুঞ্জন তুলে গল্প বানাবে
আমাকে কলঙ্কিনি বলে ধিক্কার দিবে,
তুমি তাদের কথায় কষ্ট পাবে না,
যারা গোপনে চলে যায় তারা তো মন্দই!
আমার সঙ্গী হয়ে থাকবে তোমার স্মৃতিগুলো
আমি তাদের মনের মাঝে ভালবেসে লালন করবো
তাদের জন্যই তো আমার এই পালিয়ে বাঁচা।
তুমি আর সেই স্বপ্নটা দেখনা
আমার বুকে মাথা রেখে তুমি মরে যাচ্ছ কোন এক তেপান্তরে-
যে মরনে তুমি সুখী হতে চাও !
মৃত্যুর সময় তো আমাকে কাছে পাবে না তুমি
আমি তখন আত্মা হয়ে অপেক্ষা করবো তোমার সান্যিধ্যের।
জানি না , ওপারের সমাজটা আমাদের কাছে থাকতে দেবে কি না?
প্রেমপাপী বলে ন্যায় দন্ড দিতে চাইবে কি না ?
তাহলে যে আবার আত্মার বিরহ!
আর অন্য কোন জনমের জন্য অপেক্ষা --------
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।