আমাদের কথা খুঁজে নিন

   

থাবা বাবার ফেসবুক স্ট্যাটাস সমগ্র - ৩

http://www.sometimeinblog.com/ This Post In Powered By বাংলাদেশ অনলাইন আক্টিভিস্ট থাবা বাবার ফেসবুক স্ট্যাটাস সমগ্র -১ থাবা বাবার ফেসবুক স্ট্যাটাস সমগ্র -২ থাবা বাবা January 29 জাতীয় সঙ্গীত গাইবার একটা সুনির্দিষ্ট আচরনবিধি আছে যেটা না মানা মানে সংবিধান অবমাননা করা! এটা শুধুমাত্র আমাদের দেশের আইন না, পৃথিবীর প্রতিটি দেশেই এই নিয়ম! থাবা বাবা January 28 কোলকাতার কোন একটা টিভিতে জাস্ট একটা সবুজ চৌকোনার ওপর লাল বৃত্ত এঁকে একটা স্টেজ বানিয়ে অনুষ্ঠান করেছিল দু বছর আগে... তখন পোলাপান চিল্লায় গলা ফাটিয়ে মরে যাবার অবস্থা করেছিল ভারতীয় টিভি মিডিয়া বাংলাদেশের পতাকার অবমাননা করেছে বলে! আর এবার বাংলাদেশের জাতীয় সঙ্গীতের অবমাননা করার প্রতিবাদ করেছেন দেশের সিনিয়ার ও গুণী শিল্পীরা, এই প্রতিবাদের কারনে এখন তাদেরকে বুড়ো ভাম ইত্যাদি অপমানসূচক উপাধী পেতে হচ্ছে সেই জাতীয় পতাকা গেল গেল বলে রব তোলা মানুষদের কাছ থেকে! হুজুগে নাচাদের কাছে অনুরোধে কাজ হবে না জানি... তবু বলি, আগে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, বাংলাদেশের সংবিধান, সিনিয়ার শিল্পী ইত্যাদি কি জিনিস, সেগুলো জেনে তার পর চিল্লাস তোরা! না হলে মুখ বন্ধ করে বসে থাক! থাবা বাবা January 27 শহীদ প্রেসিডেন্ট জিয়া ঠিক কোন ধর্মযুদ্ধে প্রাণ দিয়েছেন? মানে শত্রুতার কারনে গুলি খেয়ে মরলে তো শহীদ হয় বলে কোন হাদীস পাই নি... !!! থাবা বাবা January 24 near Kafrul মাছের তেলে মাছ ভাজা... মাদ্রাসাগুলো চলে ভিক্ষের দানে, তার ছাত্ররা সেখানে ভিক্ষে করা শেখে। আর তার পর তারাই আবার ভিক্ষে করে মাদ্রাসার জন্য টাকা তোলে আর সেই সব মাদ্রাসায় আবারও ভিক্ষুক তৈরী হয়! সেই ভিক্ষুক ছাত্রেরা আবার ভিক্ষে করে নতুন মাদ্রাসা বানায় নতুন নতুন ভিক্ষুক উৎপাদনের জন্য... এই চক্র চলতেই থাকে! থাবা বাবা January 22 ছোট বোনটাকে নিয়ে যাচ্ছি, এলাকার মসজিদের সামনে কয়েকটা প্রৌঢ় দাঁড়ি-টুপি-পাঞ্জাবীওয়ালা কয়েকজন দাঁড়িয়ে নবীর আকিদা বিষয়ক গভীর আলোচনায় মগ্ন। পাশ কাটিয়ে চলে আসার সময় দিদি বললো "দাদা শুনেছো লোকগুলো আমাকে দেখে কি বললো?" "কি বললো?" "মাইয়াগুলার যে কি অবস্থা, একটারও ওড়না ঠিক থাকে না" শুনে ওর দিকে তাকিয়ে দেখলাম, জিন্স-ফতুয়ার ওপর জ্যাকেট, গলায় একটা মাফলার প্যাঁচানো। হঠাৎ করে মাথায় এলো... আমার বোন, যতক্ষন সামনে থাকে দেখি, কিন্তু কখনো তার ওড়না ঠিক থাকে কি না খেয়ালই করি না, করা হয়ে ওঠে না। এই চিন্তাটা খেলে যাবার পর পরই মাথায় এলো একটা মেয়ের বুকের দিকে না তাকালে আসলে তার বুকে ওড়না আছে কি নেই সেটা খুব চোখেও পড়ে না! আর এই হুজুরগুলো এক দেখাতেই বলে দিল মেয়েটার ওড়না ঠিক নেই... তার মানে তারা আর কিছু করুক না করুক, মেয়েটার বুকের দিকেই দৃষ্টি দিয়েছে... এই হলো মুমিন মানসচরিত! থাবা বাবা shared থাবা বাবা's photo. January 21 হুরীসব করে রব বাচ্চু আয়িবে, ভেস্তী গেলমান-হুর সকলি খায়িবে! সহীহ ভেস্তী হুরী...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।