আকাশ ছুঁব...
গোলাপী ডানা
-অদ্বিতীয়া সিমু
পৃথিবীর সবকিছু এমন হতে নাও পারত!
গোলাপী পাঁপড়ি মেলে বসে থাকা প্রজাপতির অনেক কাজ থাকতে পারে!
কেউ মনে করে জ্বালাটাই জীবন
এক চুমুক ওয়াইন কিংবা ঠান্ডা লেমোনেড-কোনটা!
আমি ভ্যানিসের ঘষা কাঁচ দিয়ে মানুষ খুঁজি
আর মানুষগুলো ভালবাসার কবিতা হয়ে যায়
কখনও কমলা অশ্রুতে ভরা অঁখি হয়
গুলিস্তার কবি আর জালালুদ্দীন রুমির হৃদয় জ্বলতে থাকে
কেউবা মনে করে জীবন খুব সোজা
তাই কী!
কাহিনীর হৃদয়গুলো খসে খসে পড়ে
সেখানে তোমার গোলাপী ডানাগুলো মনে হয় খুব ম্লান।
তুমি কার জন্য বসে আছ?
মানুষ এভাবেই বসে থাকে...
কারণ আশাই জীবন....।
গোলাপী ডানা হতে উড়ে উড়ে বাতাসে চলে যায় ভালবাসার গন্ধ
আর ভালবাসার গন্ধগুলো ডুবে ডুবে যায় চিরপ্রেমিকের হৃদয়ে.....
খুঁজো না তাদের...
তারা সেখানেই ভাল আছে...
তারপর,গোলাপী ডানাগুলো কারো পৃথিবী হয়
কিংবা কারো ভালবাসা,
এটাই হয়ত জীবন....
[কবিতাটা প্রজাপতি কণ্যার জন্য]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।