আমাদের কথা খুঁজে নিন

   

গোলাপী এখন ট্রেনে নেই

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

এই গোলাপী! তেজঃ বেশী ক্যান, ট্রেন গেছে কি বহুদূর?
বসে বসে কান্না করো চোখে এনে সমুদ্দুর?
ট্রেনখানিতো ফিরবে না আর কান্না যতোই জোরেই হোক,
ট্রেনের চালক চালাক চতুর, সত্যবাদী ভদ্রলোক।

দশটার ট্রেন যাক না চলে, এগারোটায় আসবে রে,
উঠবে না হয় সে-ই ট্রেনেতে যথা সময় থাকতে রে।
কান্না করে কি আর হবে? অপেক্ষাতে থাকো ভাই!
সময় মতো ঘড়ির কাটার হিসাবখানি রাখো তাই।

সর্ব ট্রনে যায় না উঠা, ভুলের উপর ভিত্তিতে,
চলতি ট্রেনে উঠতে গেলে ব্যাথা পাবে চিত্তিতে।
সঠিক ট্রেনে উঠতে গেলে সময় হিসাব রাখো ভাই,
আগামীতে ভুল করো না প্লাটফরমে থাকো তাই।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।