আমাদের কথা খুঁজে নিন

   

গোলাপী সনদ

তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো... ♫ ♫♫ ♫ ♫

প্রধান শিক্ষয়িত্রীর মত গাম্ভীর্য নিয়ে বললে, পরীক্ষা দিতে হবে, পাশ নাম্বার পেলে তবেই যোগ্য মানুষের সংজ্ঞায় ফেলবে আমাকে; আরো নানান কঠিন শর্ত, সূক্ষ্ণ প্রতিরোধ। অদম্য উৎসাহে আজ আমি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মত পুঁজি গড়েছি, সমাজে উঠতি মান্যগণ্য হিসেবেও নাম কামিয়েছি; তাতে সময় লেগেছে বেশ, পরিশ্রম ও অঢেল। পরীক্ষায় ভালো ফলাফলের প্রস্তুতিতে ব্যস্ত আমি খেয়ালই করিনি কোন ফাঁকে তুমি প্রারম্ভিক চাহিদা পাল্টেছো, শিথিল করেছো শর্ত; ইতোমধ্যে পরীক্ষায় আরেকজন উত্তীর্ণ ঘোষিত হয়েছে, পেয়ে গ্যাছে গোলাপী সনদ। - - - মাইজদী, নোয়াখালী ১৫ মে, ২০০৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।