আমাদের কথা খুঁজে নিন

   

একটু আমায় মনে রাখিস


প্রতিফলন, যাচ্ছি এবার, যাচ্ছি আমি অচীনপূরে, সব কিছু আজ ছিন্ন করে তোর থেকে আজ- সত্যিকারের অনেক দূরে। ভালো থাকিস,অনেক ভালো- যতই দূরে যেথায় থাকিস, পড়লে মনে আমার কথা, মাঝে মাঝে পত্র লিখিস। পত্র লিখিস কাব্য লিখিস তবুও রাখিস আমায় মনে, ভুলিস না তুই এই আমারে লুকিয়ে রাখিস সযতনে। নাম না জানা ঠিকানা কোন বসিয়ে নিয়ে খামের কোনে, উড়িয়ে দিস দখিন হাওয়ায় বসন্তের ঐ সমীরণে। কোকিল যখন ডাকবে কোথাও নাম না জানা কুহক বনে জানবো আমি ঠিকই তখন আমায় যে তোর পড়ছে মনে। রাখিস না তুই কষ্ট কিছু বিশাল তোর ঐ মনের খাতায় দুঃখ ধুয়ে ভালোবাসা ভরিয়ে রাখিস স্মৃতির পাতায়। ক্ষমা যে তোর চাইনা আমি তাহলে তুই ভুলেই যাবি, ঘৃনার মাঝেই বাঁচবো নাহয় এটুকু নাহয় রইলো দাবী। অনেক দিনের অনেক পরেও অনেক দুরেও যদি থাকিস, সবটুকু নয় ভুললি আমায় একটুখানি মনে রাখিস।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.