দুই হাত মেলো দিখি- মেললাম।
প্রজাপতি উড়ে গেলো।
প্রখর চোখ ও রোদ এখন আমার হাতে-
আমি অগোছালো দেখে নিলাম অনিশ্চিত
এলোমেলো রেখা।
বিদেশো যাইবা বন্দু
বিদেশো যাইবা-
সহজ ঢেউয়ের লাহান ঘুরিয়া বেড়াবা।
(সমূহ সম্ভাবনায় আধুনিক আমি কিছুটা গ্ল্যাড হই-
খুশিকে লুকাই স্মার্টলি।
)
ট্যাকা পয়সা হইবো তোমার, রাখতে না পারিবা,
সকলি তলায়া যাবে দরিয়ারও বুকে বন্দু,
রাখতে না পারিবা।
(মিশ্র অনুভূতি হয়। পারা না পারার দোলায় দুলতে থাকি-
কিছু মেদ বাড়ে কিছু ঝরে যায়, হায়!)
তোমার চুলের তলে আরো আসে চুল
কে পাইবো তোমারে খুঁজিয়া নির্ভূল,
খোলের তলানিতে অনাবাদি জমি
কে জানিবে তোমার কাসে কি খাঁটি কি দামি!
(ভাবি, ভাবতে থাকি। কত জানাকে কত নানাভাবে জানি। )
বন্দু তুমি প্যাঁসাও হুদাই সহজও বিষয়
এটারে ওইটার লগে আন্তাজে জড়াও;
যেইহানে সবুজ জমিন তুমি দেখো ক্ষরা,
বন্দু পথে আইলা না।
(হাতের তালুতে চোখ বুলাই।
কিছু হিজিবিজি- সনাতন ভাষার মতো দেখি;
কোনো নির্দিষ্ট পথরেখা অক্ষিগোচর হয় না। )
আওলাদ হইবো গো তোমার দুনিয়া কাঁফানি,
মাটির ঢেলায় দিবো রূহেরও ধমনি।
বজ্র-বৃষ্টি সব কিসুরে করবে সে তো জয়,
মেরাজে মেরাজে যার কাটিবো সময়।
(অনাগত এই সন্তানের প্রতি হিংসা অনুভব করি।
তার জন্মরোধ সংক্রান্ত ভাবনায় আমি আক্রান্ত হই। )-
সুখে থাকিবা তুমি রাধারাণী লগে
মজিবা আনন্দ ঢঙে নাচিয়া খুশিতে-
একবারই ভাঙ্গিবে প্রাণ ভাঙ্গিবে সংসার
পরকীয়া ঘাটে আসি দিবো ধরি টান-
তবু বন্দু তোমার কইলাম কাটবো খুশির কাল।
(‘সংসার সুখের হয় রমণীর গুণে’-
আমার ভবিষ্যত সংসার(!)কিসের গুণে
হাসিখুশি টাওয়ার হয়ে উঠবে ঠিক ঠাহর করতে পারি না-
যদিও এই চিন্তার ফলাফল শূণ্য,
তবু ভাবতে ভালো লাগে, ভাবি। )
কথাডা কইতে আমার মনে নাহি চায়!
তবু বন্দু বইলা রাখি- মনে নাহি চায়!
মাথাডা আউলা তোমার আরো হওয়ার আসে,
শেষতক ঘুরবা তুমি মাজনুনেরও বেশে।
(আউলা পিরিয়ড থেকে পূর্ণপাগল এ পৌঁছানোর মাঝে যেহেতু, ধরে নেই,
এখনও যথেষ্ট সময় রয়েছে;
তাই এই অবিকৃতব্রেইনের কালে বৈঠক খতম করি এবং
আমি ও হস্তবিশারদ চারচক্রযানের দিকে রওয়ানা হই।
কেননা বাস মিস করার মতো যথেষ্ট অচেতন আমরা কেউই ছিলাম না। )
আমরা কিভাবে বলি- মেঘের উড়াল
এখানে, ওখানে-
আমাদের এপাশে ওপাশে।
কিভাবে বলি- পাখিরা
কোন পথে উড়ে যাবে?
তবু বলি-
মেঘেরা দক্ষিণে যাবে; তবু ভাবি
এই পাখি তুমি খুব কাছাকাছি হবে; হয়তো বা।
কলোনী:৩ ০৫.১১.০৯
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।