তোমার অপেক্ষায় আমার ধূধূ দিগন্ত
কত যাতনায় কত বেদনায় কাতর
এ জীবন যেন বারে বারে থেমে থেমে যায়
সখীরা সব ছন্নছাড়া
কেউ আগামীর কোন বিপ্লবী রোপনে ব্যস্ত
কেউ সুখের দরিয়ায় সাতার কাটছে
আবার কেউ রাতের অন্ন শেষে ভাবছে সকালে মিলবে কি?
সত্যিই জীবন বিচিত্র আমাদের..
প্রতিটি প্রহর এসে চলে যায়
ভাবি আগামীর জন্য
দেখতে দেখতে আরো ১টি বসন্ত গেলো
ঘড়ির কাটা টিক টিক
সময় যায় বয়ে
সুখ দেখেছি পেয়েছি
বৈভবে নয় অনুভবে পেয়েছি সুখ
কিন্তু তা যেন এসেই চলে যায়
ক্ষুধার্ত, শোষিত, বঞ্চিত আর লুটেরা, হীন নীচ মানুষের সাড়িতে দাড়িয়ে নিজেকে খুব অপরাধী মনে হয়
এমন কেন সব
ছলনা আর প্রতারণায় কাউকেই চেনা যায়না
তবে কি সে আমার সাথে সব অভিনয় করলো?
হায় সেও যদি বিশ্বাস ভাঙ্গে তবে কার কাধে হাত রাখবো
চোখ দিয়ে এখন আর জল আসে না
শুধু একটি দীর্ঘশ্বাস ফেলে আকাশের নীলিমায় তাকিয়ে ভাবতে ভাবতে
গেথে থাকা মনের দুঃখগুলো এলোমেলো কিবোর্ড দিয়ে ব্লগের
ডিজিটাল ক্যানভাসে আচড় দিতে ইচ্ছা হলো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।