প্রিয় বাংলাকে স্বাধীন করার দৃঢ় প্রত্যয়ে এবং আমাদের বীর সেনানীদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা পেলাম লাল সবুজের পতাকা। বীর বাঙ্গালীরা সুখে-দুঃখে পরস্পরের পাশে দাঁড়াবেন, সুশিক্ষায় মানবিক মানুষে পরিনত হবেন, অন্যের যৌক্তিক দাবী ও আন্দোলনকে সম্মানের সাথে বিবেচনা করবেন এবং সর্বোপরি স্ব-মহিমায় পৃথিবীর বুকে মাথা উচু করে দাঁড়াবেন - এটাইতো আমাদের স্বপ্ন।
দশম শ্রেণির ইংরেজী প্রথম পত্রে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে পড়াই, ‘‘স্বাধীন দেশে মানুষ তার ইচ্ছা প্রকাশ করতে পারেন এবং সেখানে সরকার ইন্টারফেয়ার করতে পারবে না। তবে কেহ এমন কোন আচরণ করতে পারবেন না, যা দেশের প্রতিষ্ঠিত আইনের বিপরীতে যাবে’’।
একটি স্বাধীন দেশে বিরোধী দল মিছিল করতেই পারে, সংবিধান তাদের সে অধিকার দিয়েছে।
পরিবেশ পরিস্থিতির কারনে জামাত-শিবিরের যদি মিছিল করার কোন অধিকার না-ই থাকে সোনার বাংলায়, তবে যত তাড়াতাড়ি সম্ভব উপযুক্ত যুক্তিতে তাদের নিষিদ্ধ করা হোক। অন্ততঃ আমাদের মায়েদের বুকগুলি তো আর খালি হবেনা।
জামাত-শিবির নিজের ইচ্ছে প্রকাশ করতে গেলে যদি আমাদের পুলিশ ভাইয়েরা বলেন, ‘মিছিল করার চেষ্টা করলে বৃষ্টির মতো গুলি করা হবে’’ তখন বুঝতে কষ্ট হয় – এটি আমাদের শহীদ ভাইদের আত্মাকে কষ্ট দেয় কি না। মিছিল বের করলেই যে মারগুলো দেন, তা দেখে স্বাধীন মানুষের বাক স্বাধীনতা আছে কিনা ভাবতে কষ্ট হয়।
নিজেদের যৌক্তিক দাবীতে কেহ মিছিল বের করলে আমাদের পুলিশ ভাইয়েরা যদি বাধা না দেন, তবে আন্দোলনকারীরা তাদের মিছিল শেষ করে বাড়ি চলে গেলে ভাল না? তখন তো জ্বালাও পোড়াও হওয়ার সম্ভাবনা কম থাকবে বলে মনে হয়।
কারণ বাধা না পেলে কারও ভেতরের ধ্বংসাত্মক স্বত্ত্বা বোধ হয় পুরোপুরি জেগে ওঠেনা। কয়েক দিন আগেও জাতি তাই দেখেছে, পুলিশ ভাইয়েরা মিছিলে বাধা না দেওয়ায় পুলিশকে ফুল দিয়েছেন আন্দোলনকারীরা। সংঘর্ষ, জ্বালাও, পোড়াও দেখেনি দেশের মানুষ।
বর্তমান জামাত-শিবির যদি যুদ্ধাপরাধীদের সাথে সম্পৃক্ততা নেই বলে ঘোষনা দিতে পারেন, তবে তাদেরকে নিষিদ্ধ না করার পক্ষে মত দেন দেশের প্রাজ্ঞ মানুষেরা। কারণ ‘‘জামাত-শিবির কোন ঠুনকো দল নয়, যে টোকা দিলেই পড়ে যাবে।
তাদের অর্থবল, পেশীবল, দেশী-বিদেশী বন্ধু এসব নিয়ে তারা শক্ত অবস্থানে। তাই আচমকা কেহ চাইলেই তাদেরকে নিষিদ্ধ করা যাবেনা। দেশের সিংহভাগ মানুষ চাইলেই কেবল তাদের নিষিদ্ধ করা যাবে’’ কথাগুলো ওবায়দুল কাদেরের।
প্রিয়, দেশের বর্তমান পরিস্থিতিতে একজন সাধারণ নাগরিক হিসেবে আমিও খুব বিব্রত। পরওয়ারদেগার প্রিয় এই দেশ ও দেশের মানুষকে ভাল রাখুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।