আমাদের কথা খুঁজে নিন

   

তারুন্যের দীপ্তিতে উচ্ছ্বসিত কুয়েট !!!

If you want to make your dreams come true, the first thing you have to do is wake up.. ২২ নভেম্বর, দুপুর ১টা ১০ মিনিট, কুয়েট(খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) ক্যাম্পাস। অডিটরিয়াম প্রাঙ্গনের সামনে উৎসুক ছাত্রছাত্রীদের ভীড়। "কী হতে যাচ্ছে?" সবার মুখে মুখে তখন একই প্রশ্ন। কয়েকদিন আগে rumour slide টি ফেসবুকে আপলোড করার পর থেকেই এই দিনটি নিয়ে ক্যাম্পাসে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। হলের ডাইনিং থেকে চায়ের দোকান, সব জায়গাতেই এ নিয়ে শুরু হয় তুমুল আলোচনা।

অবশেষে সেই কাঙ্খিত সময়টি এল। ছাত্রছাত্রীদের মাঝে চাপা উত্তেজনা। হঠাৎ করেই ক্যাম্পাস কাপিয়ে বেজে উঠল "তুমি কি সাড়া দিবে??",আর সাথে সাথেই ভীড়ের মধ্য থেকে একদল তরুন তাতে সাড়া দিয়ে মনমাতানো নাচে নেচে উঠলো। উৎসুক দর্শকেরা চিতকার করে,হাততালি দিয়ে ঐ তরুনদের সাথে একাকার হয়ে গেল। যারা ক্লাস শেষ করে হলের দিকে যাচ্ছিল মধ্যাহ্নভোজের জন্য, তারাও অবাক বিস্ময়ে উপভোগ করল এই অভিনব Flash mob .৩টি গানের সমন্নয়ে গঠিত মিউজিক ট্র্যাকটিতে পারফর্ম করে KUET 2K11 ব্যাচের ৪২ জন ছাত্র।

তাদের মনমাতানো পারফর্মেন্সে মন্ত্রমুগ্ধ হয়ে যায় দর্শকেরা। ট্র্যাকটি শেষ হবার সাথে সাথে পারফর্মাররা মিলে যায় উছ্বসিত দর্শকদের মাঝে । প্রায় সাড়ে ৪ মিনিটের এই পারফরমেন্সের পুরোটাই ভিডিওধারন করেন KUETPS(কুয়েট ফটোগ্রাফিক সোসাইটি) এর সদস্যরা। সার্বিক সহায়তায় ছিল ভলান্টিয়ার টিম ও কুয়েট ফিল্ম সোসাইটি সহ আরো কয়েকটি সংগঠন। ভিডিওটি দেখতে চাইলে এখানে অথবা এখানে ক্লিক করুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।