ভাল লাগে স্বপ্নের মায়াজাল বুনতে...
ইলাস্ট্রেটর টিউটোরিয়াল ০২
নিয়ন লাইটের ইফেক্ট
প্রথমে একটি কালো অথবা dark ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। কাজেই rectangle tool ব্যবহার করে একটি rectangle তৈরি করতে হবে এবং Fill Color কালো ব্যবহার করতে হবে। এবার Layer Palette (Window>Layer) থেকে নতুন একটি লেয়ার তৈরি করুন। যদি আপনি ফ্রি-হ্যান্ড ড্রইং করতে পারেন তাহলে একটি shape এঁকে ফেলুন, নতুবা Pen tool ব্যবহার করে simple outline shape তৈরি করুন। এখানে Stroke হিসেবে এবং Fill Color হিসেবে None নির্বাচন করুন।
এবার নতুন shape টিকে Selection tool দ্বারা সিলেক্ট করুন। Object মেন্যু হতে Simplify সিলেক্ট করুন। Object>Path>Simplify
Preview option টিতে টিক চিহ্ন দিয়ে কাজ শুরু করুন। এখানে Curve Precision-এর value ইনপুট করুন যেন ইফেক্টটিকে নিয়ন বাল্বের মতো দেখায়। আমি এখানে Curve Precision এর value 60% ব্যবহার করেছি।
এবার Layers palette-এ গিয়ে যে লেয়ারে shape টি রয়েছে সেটার ৩টি ডুপ্লিকেট লেয়ার তৈরি করুন এবং নাম দিন “১” “২” “৩” (চিত্রে দেখানো হলো)।
এবার ২ ও ৩ লেয়ার দুটির সামনের eye icon-এ ক্লিক করে visibility off করে দিন। এবার লেয়ার ১-এ গিয়ে Selection tool দ্বারা shape টি সিলেক্ট করুন এবং stroke color পরিবর্তন করুন। এখানে stroke color হিসেবে একটি উজ্জ্বল রং সিলেক্ট করতে হবে। আমি এখানে dark pink রং ব্যবহার করেছি।
এবার Stroke Palette (Window>Stroke) এ গিয়ে stroke এর মান ৯/১০ নির্বাচন করুন।
এবার shape টিকে সিলেক্ট করে Effect মেন্যুতে গিয়ে Gaussian Blur করতে হবে।
Effect>Blur>Gaussian Blur
এখানে Radius এর মান 2.0 দিন।
এবার Layer Palette-এ গিয়ে লেয়ার-২ সিলেক্ট করুন। এবার shape টি সিলেক্ট করে stroke width এর মান 4 ইনপুট করুন এবং stroke color হিসেবে লেয়ার-১ এ যে রংটি ব্যবহার করেছেন তার নিকটবর্তী হালকা রং ব্যবহার করুন।
এবার লেয়ার-৩ এর ক্ষেত্রে stroke width রাখুন 1 point এবং রং হিসেবে আরো খানিকটা হালকা রং ব্যবহার করুন।
পেয়ে যাবেন নিয়ন আলোর ইফেক্ট।
এখন নিম্নোক্ত picture-টি দেখুন। এখানে একইভাবে অন্য shape-গুলো তৈরি করা হয়েছে।
ইলাস্ট্রেটর টিউটোরিয়াল ০১
আরো ইফেক্ট পাবেন এখানে!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।