অতীতকে নিয়ে নস্টালজিক হতে ভালোবাসি, ভবিষ্যতের স্বপ্ন দেখতেও।
আমি আঁকতে জানিনা
থাকতে জানিনা
মাখতে জানিনা
রাখতে জানিনা
জানিনা কি করে গলায় তোলে সুর
ভালোবাসতে জানিনা
হাসতে জানিনা
রাঁধতে জানিনা
সাধতে জানিনা
কাছে টানতে কিংবা ঠেলতে বহুদুর
আমি কাটতে জানিনা
ছাঁটতে জানিনা
ফেলতে জানিনা
খেলতে জানিনা
বাঁধন খুলতে কিংবা শক্ত করে বাঁধতে
তবু গলতে জানিনা
বলতে জানিনা
চাইতে জানিনা
পাইতে জানিনা
শুধু জানি খাতায় শব্দগুলো গাঁথতে।
(কেমিস্ট্রি পরীক্ষার আগের দিন মাথায় কাব্য ঘোরে!)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।