আমাদের কথা খুঁজে নিন

   

খুশি হওয়া, না হওয়া আপনার সামর্থ্যের ব্যাপার

তবু তুই রয়েছিস বলে, ঘাসফুলে জল দোলে...

ওয়াইম্যাক্স নামের আরেকটা আজব জিনিস অবশেষে আমাদের পকেটের অবস্থা আরো বেশি রুগ্ন করতে দেশে এসেছে। প্রত্যাশা ছিলো- সত্যিকারের নেট আমরা পেয়েই যাচ্ছি! কিন্তু যা পেলাম বা পাচ্ছি, তা যে কী- আল্লাহই ভালো জানেন। কথা ছিলো- ওয়াইম্যাক্স এলে আমরা স্বল্পমূল্যে দ্রুতগতির ইন্টারনেট পাব। অথচ... প্রথম আলোর খবরটা পড়ে দেখুন ''স্বল্পমূল্যের ইন্টারনেট'' আমরা কত দামে পাচ্ছি আমরা- অনেক দিন ধরেই তারহীন উচ্চগতির ইন্টারনেট ওয়াইম্যাক্সের জন্য অপেক্ষা করছে ব্যবহারকারিরা। ওয়াইম্যাক্সের মাধ্যমে ইন্টারনেট সেবা দেওয়ার জন্য গত বছর লাইসেন্স দেওয়া হয়েছে।

অবশেষে ১৫ অক্টোবর চালু হলো দেশের প্রথম ওয়াইম্যাক্স সেবা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কাছ থেকে ওয়াইম্যাক্স পরিচালনার জন্য লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে অজের ওয়্যারলেস ব্রডব্যান্ড বাংলাদেশ লিমিটেড (এবিএল) এই সেবা চালু করেছে। এর আগে প্রতিষ্ঠানটি বেশ কিছুদিন পরীক্ষামূলক সেবা দিয়েছে। দ্রুততাই আনন্দ, নির্বিঘ্ন সেবাসুবিধা এবং সত্যিকার ইন্টারনেট অভিজ্ঞতা—এ তিনটি মূল স্লোগানে অজের কিউবি নামে ওয়াইম্যাক্স সেবা প্রদান করবে। প্রাথমিক পর্যায়ে রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, মিরপুর, বসুন্ধরা আবাসিক এলাকা ও উত্তরায় গ্রাহকদের জন্য কিউবি সেবা চালু করা হয়েছে।

শিগগিরই এ সুবিধা ঢাকায় এবং তারপর অন্যান্য স্থানে পাওয়া যাবে বলে জানান এবিএলের প্রধান বিপণন কর্মকর্তা রাসেল টি আহমেদ। নভেম্বরের শুরুতেই মতিঝিল এবং ধানমন্ডিতে এই সেবা পাওয়া যাবে বলে জানান তিনি। ২০১০ সালের শুরুতে দেশের বিভিন্ন বিভাগের ব্যবহারকারীরাও এ সুবিধা পাবেন। ওয়াইম্যাক্সের এ সুবিধা চালুর পাশাপাশি রাজধানীর গুলশান এলাকায় এবিএলের নিজস্ব দোকান কিউবি চালু হয়েছে। যেখানে গ্রাহকেরা এই ইন্টারনেট সংযোগ ব্যবহার করে নিজের পছন্দসই পণ্য কিনতে পারবেন।

বর্তমানে দুটি প্যাকেজে তারহীন ওয়াইম্যাক্স ইন্টারনেট সংযোগ দিচ্ছে এবিএল। কিউবি ৫১২ নামের প্যাকেজে প্রতি সেকেন্ডে ৫১২ কিলোবিট (কেবিপিএস) গতির ইন্টারনেট সুবিধার জন্য প্রতি মাসে তিন হাজার ৪০০ টাকা এবং কিউবি ১ মেগাবিট নামের প্যাকেজে প্রতি সেকেন্ডে ১ মেগাবিট (এমবিপিএস) গতির ইন্টারনেটের জন্য প্রতি মাসে ছয় হাজার ২০০ টাকা দিতে হবে। এক্ষেত্রে ৫১২ কেবিপিএস প্যাকেজের গ্রাহকেরা প্রতি মাসে ইন্টারনেট থেকে সর্বোচ্চ ৬ গিগাবাইট তথ্য নামানোর (ডাউনলোড) সুবিধা এবং ১ মেগাবিটের গ্রাহকেরা প্রতি মাসে সর্বোচ্চ ৯ গিগাবাইট নামানোর সুবিধা পাবেন। এই ইন্টারনেট সংযোগের জন্য গ্রাহককে সাত হাজার টাকায় একটি ওয়াইম্যাক্স মডেম কিনতে হবে। বাসা বা অফিসের ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের সঙ্গে এই মডেমের যুক্ত করার কাজটি বিনামূল্যেকরে দেওয়া হবে।

রাসেল টি আহমেদ জানান, অজের ওয়াইম্যাক্স প্রযুক্তির ব্যবহারের মধ্য দিয়ে তারহীন উচ্চগতির ইন্টারনেট সংযোগ দেবে সারা দেশে। আর সে লক্ষ্যেই দীর্ঘ মেয়াদি পরিকল্পনায় কাজ করা হচ্ছে। কিউবির প্রচারণার জন্য রাজধানীর বিভিন্ন প্রান্তে ১০টি ভ্রাম্যমাণ বুথ বসানো হয়েছে। এসব বুথে কিউবির ওয়াইম্যাক্স ইন্টারনেট সংযোগ আগ্রহীরা ব্যবহার করে দেখতে পারবেন। ০৪৪৭৬৬৭৮২৩৩ নম্বরে ফোন করে বুথের অবস্থান সম্পর্কে জানা যাবে।

শুরু থেকেই গ্রাহকদের সাড়া বেশ সন্তোষজনক বলে জানা গেল। দিনরাত ২৪ ঘন্টা গ্রাহকদের সেবাসুবিধাও দেওয়া হবে। বিস্তারিত জানা যাবে http://www.qubee.com.bd ঠিকানার ওয়েবসাইটে। প্রথম আলো পড়ে দেখতে পারেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.