আমাদের কথা খুঁজে নিন

   

কিছু ব্লগীয় অতিকথন

আমি... অতি সাধারণ একজন মানুষ। জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ সাম.....

আমি ব্লগে লেখা শুরু করলাম বেশি দিন হয় নাই... কিন্তু এর মাঝেই সামু এর বেশ কিছু বিষয় আমার নজরে পরেছে, সেইগুলা ই আপনাদের সাথে শেয়ার করলাম- ১. এই সাইট এ বাংলা এর সুংক্ষিপ্ত রূপ (কিছু কিছু ক্ষেত্রে বিকৃত রূপ) সহজেই বেশি হিট হয়। কারণ পাব্লিক(আমি ও দিলাম একটা) ওগুলাই খায় বেশি। ২. এই সাইট টাই আমার মনে হয় আস্তিকতা আর নাস্তিকতা নিয়ে আলোচনার জন্য সব চেয়ে বেশি ব্যবহৃত হয়। ৩. এই ব্লগে দুইটা গ্রুপ আছে ব্যাপক সক্রিয় - ক. জামাতী গ্রুপ খ. বামপন্থী গ্রুপ আরো একটা গ্রুপ আছে আমাদের মত নিরীহ (মধ্যমপন্থী) ৪. বিতর্কিত ইস্যু নিয়ে ই এই সাইটে বেশি আলোচনা হয়।

৫. নারী ব্লগারদের ব্লগ পুরুষদের তুলনায় অন্ততঃ ১০ গুন বেশি হিট হয় ৬ এই ব্লগে কিছু টেকি সাহায্য ও পাওয়া যায়। ৭. সিরিয়াস কিছু লিখলেই মাইনাস আর মাইনাস। ৮. ১৮+ না লিখলে কোন জোকস কেউ পড়তে চায় না... ৯. ইংরেজী পোস্ট দিলে তার ব্লগিয় জীবনের সমাপ্তি ঘটে। ১০. কিছু ফাকিবাজ ব্লগার খালি লিঙ্ক কপি পেস্ট করেই পোস্ট করে। লেখার ধার ধারে না।

এই তো ... আর কতগুলা মাথায় আছে, এই পোস্ট হিট হলে দিব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.