সুইডেন ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র। এর রাজধানীর নাম স্টকহোম। সুইডেন স্ক্যান্ডিনেভীয় দেশগুলোর বৃহত্তম রাষ্ট্র হওয়াতে খুব সহজেই আলোচনায় উঠে আসতে পেরেছে। ইতিহাস বলে সুইডেনের রাজনীতির ভিত কখনোই দুর্নীতিপরায়ণ ছিল না। সুইডেনের রাজা কার্ল ষোড়শ সুইডেনকে আজকের অবস্থানে আনার স্বপ্ন বপন করে গেছে।
সুইডেন একটি সাংবিধানিক রাজতন্ত্র। তবে বহুদিন ধরেই রাজার ক্ষমতা কেবল আনুষ্ঠানিক কাজ-কর্মেই সীমাবদ্ধ। ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট তাদের গণতন্ত্র সূচকে সুইডেনকে ১৬৭টি দেশের মধ্যে সবার উপরে রেখেছে। সুইডেন সুখী দেশের তালিকায় নাম লেখানোর পেছনে রয়েছে শান্তিপ্রিয় জনগণ। বিক্ষোভ ও আন্দোলনকে যথাসম্ভব এগিড়ে চলে বলেই কখনোই খুব বড় ধরনের বিদ্রোহ সংঘটিত হয়নি।
রিপোর্টার্স উইদাউট বর্ডার্স ২০০৭ সালে প্রকাশিত বিশ্ব সাংবাদিক স্বাধীনতা সূচকে সুইডেনকে ১৬৯টি দেশের মধ্যে পঞ্চম স্থান দেয়। সংবাদ মাধ্যমের স্বাধীনতার এই সূচকও প্রমাণ করে দেশের ভেতরে জবাবদিহিতার চর্চা রয়েছে, সেটা দারুণ সফল, বলাই বাহুল্য।
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সুইডেনের মোট জনসংখ্যা ৯৪ লাখ ১৫ হাজার ২৯৫ এবং জনঘনত্ব ২০.৬ জন প্রতি বর্গকিলোমিটারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।