বাংলাদেশে সঠিক ইতিহাস সংরক্ষণের এবং বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে আমাদের গৌরবময় ইতিহাস জানানোর প্রত্যয়ে... www.bangladesh1971.org
প্রথমবারের মত এবার সুইডেনের কার্লসক্রোনায় মাটিতে উৎযাপিত হলো নববর্ষ। ব্লেকিংগে ইন্সটিটিউট অব টেকনোলজির বাংলাদেশী ছাত্র-ছাত্রীরা এবারই প্রথমবারের মত আয়োজন করেছে বাংলা বর্ষ বরণ অনুষ্ঠান।
আয়োজিত সবকিছুই ছিলো সকলের জন্য উম্মুক্ত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ক্যাফেটেরিয়াতে এক পাশে আয়োজন করা হয় বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় এবং ঐতিহাসিক স্থান, এবং সংস্কৃতি বিষয়ক ছবি প্রদর্শনীর।
তার পাশেই কিছু ঘরে তৈরী বাংলাদেশী খাবার পরিবেশন করা হয়।
অনেক ভিন দেশী এসব খাবার খেয়ে তাদের ইমেল এড্রেস দিয়ে যায় রেসিপিটি পাঠিয়ে দেবার জন্য। এসবের পাশাপাশি চলছিল গালে এবং হাতে বাংলাদেশের পতাকা এবং নকশা অংকন। উল্লেখ্য আজ অনেক পাকিস্তানী ছা্ত্রদের গালেও আঁকা হয়েছে বাংলাদেশের পতাকা।
উৎসবের দ্বিতীয় পর্যায়ে ছিলো বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক স্হান নিয়ে একটি প্রামান্যচিত্র এবং দুটি বাংলা ফিল্ম শো। ফ্লিম শোতে দেখানো হয়েছে মাটির ময়না এবং রাণী কুটির বাকি ইতিহাস।
দেশের বাহিরে প্রথমবারের মত পালন করলাম পহেলা বৈশাখ। তবে ভুলে যাইনি নিজের সংস্কৃতি, ভুলে যাইনি নিজের দেশকে। ইচ্ছে করছে এর আগে এই শহরে এমন আয়োজন না হলেও আজ যেভাবে শুরু হলো এরই ধারাবাহিকতা থাকবে সেই স্বপ্ন দেখতে। সেই প্রত্যাশায়.....।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।