আমাদের কথা খুঁজে নিন

   

সতর্ক বানীঃ

মানুষ হয়েও মানুষ হতে হয় পুনরায়। বন্ধুরা আমার, শাহবাগের গণআন্দোলনে আমি তাইফুর নাস্তিক নাকি আস্তিক নাকি কোনও জারজ সন্তান এটা আমার পরিচয় নয়। এই পরিচয় কেউ খুঁজতে যাবেন না দয়া করে। এখানে আমাদের সকলের পরিচয় আমরা বাংলাদেশী। বাংলাদেশ আমার মা।

এই মা এর স্বার্থে আমি আমার জীবন দিতে প্রস্তুত। আপনারাও নিশ্চয়ই তার ব্যতিক্রম কিছুই ভাবছেন না। গতকাল যখন শুনলাম রাজীব হায়দার (থাবা বাবা) ব্লগার কে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে, তখন থেকেই দেখতে পেলাম আমাদের অনেকেই তা নিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে। বন্ধুরা, আমরা কি ইসলাম প্রতিষ্ঠা কিম্বা ইসলাম কে ধ্বংস করার জন্য শাহবাগে সমবেত হয়েছি??? আমরা কেন সবকিছুতেই ধর্ম কে সামনে নিয়ে আসি? ধর্ম আছে ধর্মের জায়গায়। আমাদের আন্দোলন হল যুদ্ধাপরাধী রাজাকারদের বিরুদ্ধে আন্দোলন।

অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন। তবে কেন আমরা ধর্ম কে এই আন্দোলনের সাথে পেঁচিয়ে ফেলছি? এই যুদ্ধে আমাদের এক সহযোদ্ধা খুন হয়েছে। সে আমাদের সহযোদ্ধা এটাই তার পরিচয়। সে হতে পারে পরিবারের সবচেয়ে কুলাঙ্গার একটি ছেলে, হতে পারে সে কোনও জারজ সন্তান, হতে পারে সে নাস্তিক। এগুলোর সাথে আমাদের আন্দোলনের সম্পর্ক কি??? কোনও সম্পর্ক নেই।

আমরা যদি এই আন্দোলনের সাথে ধর্ম কে সামনে আনি তাহলে আমাদের আর সেই জামায়েত-শিবিরের মধ্যে পার্থক্য কি রইল??? বন্ধুরা আমার, জামায়েত-শিবির চাইবে আমাদের কে দুটি ভাগে ভাগ করে আমাদেরকে দুর্বল করে দিতে। তারা চাইবে আমরা আস্তিক-নাস্তিক নিয়ে কলহ করি। এই আস্তিক-নাস্তিক নিয়ে আমরা যদি শাহবাগে নিজেদের মাঝে বিবাদ সৃষ্টি করি তবে কারা সবচেয়ে বেশী লাভবান হবেন তা কি আপনারা একটুও বুঝতে পারছেন না??? এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় যে, আমাদের প্রতিটা মুহূর্তে তারা চাইবে যেকোনো বিষয় নিয়ে আমাদের নিজেদের মাঝে বিবাদ সৃষ্টি করতে। তাই আমি আপনাদের সবার প্রতি অনুরোধ করছি যে, আমরা যেন অন্য কোনও বিষয় নিয়ে নিজেদের মাঝে বিবাদ সৃষ্টি না করি। তাতে আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য থেকে আমরা দূরে চলে যাওয়ার সম্ভাবনাই বেশী।

খুব খিয়াল কৈরা ... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.