আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম,
পৃথিবীতে আমরা কেউ থাকতে আসিনি।
তাই বিদায় বেলায় কি নিয়ে যাচ্ছি তা ভেবে দেখা দরকার।
আসুন আপনাদের একটি ঘটনা বলি .....
ব্যবসায় প্রতারনা করা আযাবের কারন: হামিদ বিন মাহমুদ মাগরেবী (রহ: ) বলেন, আমি হযরত ইবনে আব্বাস (রা: ) - এর খেদমতে উপস্হিত ছিলাম। এমন সময় কিছু লোক এসে তাদের কাহিনী বলতে লাগলো এভাবে যে আমরা হজ্ব্বব্রত পালন করার জন্যে চলে গিয়েছিলাম । আমাদের একটি সাথি ছিল।
আমরা যু সাফাহ স্হানে পৌছলাম। আমাদের ওই সাথীটি মারা গেল। আমরা তার গোসল কাফন সেরে কবর খনন করতে লাগলাম। খনন শেষ করার পর দেখা গেল ভেতরে একটি কাল বড় ধরনের সাপ অবস্হিত। সাপটি এতই বৃহদাকার ছিল যে এতে গোটা কবর ভরে গিয়েছে।
আমরা এ অবস্হা দেখে এই কবরটি ছেড়ে অপর একটি কবর খনন করলাম। দেখা গেল সেখানেও ওই একই অবস্হা । একটি সাপ পূর্ন কবর দখল করে বসে আছে। ফলে ওই কবরটিও ছেড়ে আমরা আপনার নিকট এলাম। হযরত ইবনে আব্বাস (রা: ) বললেন - এই সাপটি মুরদারের আমল।
খোদার কসম! তোমরা যদি ভূখন্ডের সকল অংশও খনন কর তথাপি সেটাকে হাজির পাবে। তাই কোন একটি কবরে তাকে দাফন করে দাও। সুতরাং তাই করলাম। হজ্ব থেকে ফিরার পর তার বিবির নিকট তার আমল সম্পর্কে জানতে চাইলে তার বিবি বলেন - সে খাদ্যের ব্যবসা করত। সংসারের ব্যবহারের জন্যে প্রতিদিন যতটুকু প্রয়োজন পড়ত ততটুকু সে আলাদা করে এর স্হানে নুড়ি কংকর পূরন করে বিক্রি করত।
তার এই আমলটি কবরের আযাবের কারন হয়েছে। (বায়হাকী)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।