বৃষ্টি মানে বুকের ভেতর কর্ষিত মাঠ
উলট পালট হালট টালট, উপছে ওঠার ভরা কটালু।
বৃষ্টি মানে শষ্য ক্ষেতে মিলন সুখে গর্ভধারণ
নিভৃতে তার মনের ভেতর গোলাপ ফোঁটার পরাগায়ন।
বৃষ্টি মানে শুভ্র তনু, উষ্ণ শীতল পূর্ণিমা চাঁদ,
অষ্টপ্রহর পলক বিহীন, দেখছি কেবল দেখছি কেবল।
বৃষ্টি মানে টেনে টুনে একটি কাঁথায় সহমরণ।
বৃষ্টি মানে নষ্ট প্যাঁচ এক,
ট্যাব গড়িয়ে অথৈ পুকুর দুঃখ বিলাস,
কখনো বা দুঃখ ঝরে টাপুস টুপুস, ভীষন গোপন।
বৃষ্টি মানে সত্যি করে মন খারাপের প্রাচীন প্রহর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।