::::::::::::আবারও ব্লগে আগমন ঘটিল::::::::::::::
শোকার্ত হয়ে ব্লগে আসা হইল।
আমার প্রিয় ব্লগার মাহবুব মতিন-এর অকালে চলে যাওয়ায় অন্য সবার মতো আমিও ব্যথিত। শুধু ব্যাথাই নয়, এক দারুণ প্রতিভাকে হারালাম, তাঁর সাথে পরিচয় ছিল, কিন্তু তাঁর এতো গুণাগুন থাকা সত্তেও আমি কেন তাঁকে চিনলাম না। তাই নিজের মধ্যে অপরাধবোধ জেগে উঠছে বারবার, এজন্য যে, তাঁকে খুব কাছে থেকে পেয়েও চিনা হলো না।
আমার এ অপরাধবোধ হতে আমায় কেউ মুক্তি দিবেন কি??
তাই প্রিয় ব্লগার ও পাঠকবৃন্দ! আমাকে প্লিজ ক্ষমা করবেন।
ব্লগার মাহবুব মতিন স্মরণে কোন স্মরণ সভা বা শোকসভা হলে অনুগ্রহপূর্বক একটু জানাবেন।
.....হতভাগ্য এক ব্লগার.....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।