আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম আড্ডার অভিজ্ঞতা



রবীন্দ্র-সরোবরের সেই বিশাল আড্ডা মিস করেছিলাম তাই এবারও যাওয়ার ব্যাপারে একটু ধীরতা ছিলো। আমার স্ত্রীই ঠেলে ঠুলে পাঠিয়ে দিলো – যাও অলসতা কাটিয়ে কিছু নতুন অভিজ্ঞতা নিয়ে এসো। যাহোক, সোয়া চারটার দিকে পৌছে কি করবো বুঝতে পারছিলামনা। বলধা গার্ডেন জনাকীর্ণ। যদিও অন্যান্য শুক্রবারের তুলনায় একটু কমই মনে হোল।

এর মাঝে কে ব্লগার আর কে নয় তা কি করে বুঝবো সেই প্রবলেম সলভ্ করার চেষ্টা করছিলাম। এমন সময় খেয়াল করলাম একটি সুন্দর ব্যানার টাঙ্গানো, তাতে সামহোয়ারইন ব্লগের আড্ডার কথা প্রচার করা। একটু ভরসা পেলাম। পরে জেনেছি আড্ডার উদ্যোক্তা মোজাম্মেল প্রধান নিজে পয়সা খরচ করে তা বানিয়ে এনেছেন। নিকের ছবি দেখে তাকে মধ্য বয়স্ক ভেবেছিলাম, কিন্তু দীর্ঘদেহী এই ব্লগারকে টীনএজার বলে চালিয়ে দেয়া যায়।

দেখলাম যারা এসেছেন তারা বয়সে সবাই তরুণ, কেবল আমি ছাড়া। কাউকে কাউকে মনে হোল এখনও ছাত্র। তাই একটু দূর থেকে দেখছিলাম, আর আমার বয়েসী কেউ আসেন কিনা সেই অপেক্ষা করছিলাম। এক পর্যায়ে মনে হোল অপেক্ষা করে লাভ নেই, বয়স্ক কেউ আসবেন না, তাই নিজে থেকেই উপস্থিত ব্লগারদের সাথে পরিচিত হতে মনস্থ করলাম। সবার সাথে পরিচয় হোল, নতুন ব্লগার পল্লব শাহরিয়ার ভিডিও ক্যামেরা নিয়ে গিয়েছিলেন, তাতে ছবি তোলা হোল।

নারী ব্লগারদের একমাত্র প্রতিনিধি দেখলাম এক পিচ্চি। আবদুল্লাহ আল মনসুর তার নিকের ছবির মতই হাসিখুশী। দুর্বল স্মৃতি শক্তির কারণে এমুহূর্তে সবার নাম মনে আসছেনা তবে “১৯৭১স্বাধীনতা” এর নাম যে রূপক তা মনে আছে। সায়াদকে ধন্যবাদ। ফয়সালকেতো মডেলিংয়ে নামিয়ে দেয়া যায়।

আরও যারা ছিলেন সবার নাম মনে আসছেনা বলে দুঃখিত, তবে সবার প্রতিই রইলো শুভেচ্ছ। কিছু হাসি-আলোচনা হোল। বানান বিশারদ পিংকি, ইউটার্ন, আলেকজান্ডার ডেনড্রাইট ছাড়াও রাজামশাই, রনি-রাজশাহী, নাফিস ইফতেখার, আইরিন সুলতানা ইত্যাদি বিখ্যাত ব্লগারদের ব্যাপারেও কিছু তথ্য জানলাম। সময়ের স্বল্পতায় বেশীক্ষণ থাকতে পারিনি। বুঝতে পারছিলাম সন্ধ্যার আগ দিয়ে আরও কিছু মেম্বার হয়তো আসবেন।

কিন্তু অতক্ষণ থাকা সম্ভব ছিলোনা। তাই মনে একটু দুঃখ নিয়েই বলধা গার্ডেন থেকে বেরিয়ে এলাম, সাথে নিয়ে এলাম প্রথম ব্লগাড্ডার স্মৃতি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।