হাত বাড়িয়ে দাও আর স্টিকিতে কোন পোস্ট উঠলে আর নামতে চায় না কেন বুঝি না। এর আগেও এরকম অনেক পোস্ট কার্যকারিতা ফুরিয়ে যাবার পরও সরানো হয় নি। অনেকদিন ঝুলে থাকার পর কেউ এব্যাপারে পোস্ট দিলে তারপর সরানো হয়েছে। ঠেলা না দিলে নড়ে না এমন অবস্থা! সে রকম অবস্থা এখন চলছে। ডান পাশে "হাত বাড়িয়ে দাও" অংশে যে দুটি পোস্ট আছে তাদের একটি অর্থাৎ শিবলীর ব্যাপারটি এখন কোন পর্যায়ে আছে জানি না।
কিন্তু "ছয় মাস যাবৎ ঘুম নাই চোখে বাপ। মরণ চাই, মরে না কেন?" ইস্যূটা সম্ভবত এখন সলভড। প্রধানমন্ত্রী নিজে এব্যাপারে পদক্ষেপ নিয়েছেন, আর্থিক সাহায্য করেছেন। সেটা নিয়ে অনেক পোস্টও দেয়া হয়েছে। পোস্ট দাতা ব্লগার অনেক প্রশংসিতও হয়েছেন।
কিন্তু, কেন যে পোস্টটা এখনও হোমপেজে ঝুলানো আছে আমি বুঝতে পারছি না। রিপ্লেসমেন্ট না আসা পর্যন্ত কি এভাবেই থাকবে নাকি? বিষয়টা হাস্যকর হয়ে গেল না???
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।