যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে তো আমরা একসাথেই ছিলাম, হঠাৎ কি এমন হল যে আমরা নাস্তিক-
আস্তিক প্রশ্নে নিজেদের দাবী আদায়ের শর্তগুলো ভুলে বিভাজন সৃষ্টি করে ফেললাম। আমাদের তো কত
না সাত-পাঁচ বোঝানো হয়েছে, এটা রাজনৈতিক, এখানে বাবা- মায়ের ভদ্র সন্তানরা যায়না ইত্যাদি ইত্যাদি।
আমরা কি দমে গিয়েছিলাম? আমরা আজও দমে যাবনা। আমাদের বিভ্রান্ত করার চেষ্টা বৃথা। এই চক্রান্তে
আমাদের পা ভেজাবনা, আমরা দৃঢ প্রতিজ্ঞ।
একটা নাস্তিক ধর্ম নিরপেক্ষ হতে পারে, তবে কখনই
কোন ধর্মের বিপরীতে নিজের অবস্থানে থেকে সমালোচনা করতে পারে না। আর সমালোচনা করলে
আমরা তাকে সর্বোচ্চ বয়কোট করতে পারি। তাকে নৃসংসভাবে হত্যা করতে পারিনা। আর যদি পারিই
তাহলে বলব, কাল রাস্তায় বিনা অপরাধে যে আমার গাড়ি ভেঙ্গেছে, তার পা ভেঙ্গে দেওয়া হোক।
এসব তর্কে এখন আমার মাথা ব্যাথা নাই , আমি এখনও বিশ্বাস করি , ওরা শত চেষ্টা করেও
আমাদের এই "এক দফা এক দাবী" থেকে পিছু হটাতে পারবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।