ঢাকায় থাকি, কেন যে থাকি জানিনা। হয়তো জীবিকার তাগিদে অথবা নাগরিক জীবনের সব সুবিধার মোহে! হয়তো বা আরো ভালো জীবনের জন্যে। প্রতিদিনের যানজট, লোডশেডিং, দুষিত বায়ু সেবন -এইসব সয়েও যখন টিকে আছি তখন বুঝতে হবে কোন একটা অজানা আকর্ষন অবশ্যই আছে। তবে কি সেই আক
রাতে অনেকটা সময় নিয়ে টিভি দেখতে পারছি, ঘুমুতে যাবার তাড়া নেই, সকালে ঘুম ভাংগার পরও অনেকটা সময় আলসেমি করে বিছানায় গড়াগড়ি করতে পারছি - এ যে কতো বিশাল আনন্দ তা অন্য কেউ হয়তো বুঝবেই না। অন্তত আমার কঁুড়ের বাদশার জন্য এই নতুন সময়সুচি অতীব আনন্দদায়ক! অনেক বিদগ্ধ/বোদ্ধাজন সমালোচনায় মুখর নতুন সময়সুচি এবং তার প্রনেতাদের নিয়ে, তারা উচ্চ মার্গের চিন্তাবিদ্, নমস্য ব্যক্তিবর্গ। আমার মতো মোটামাথার মানুষের ওরকম মন্তব্য করার ধৃষ্টতা বেমানান। তবুও এই মোটাদাগের বুদ্ধিসম্পন্য মানুষটির মতো যদি কেউ থেকে থাকেন এবং ঘুমের মতো স্হুল বিষয় নি্য়ে যদি কারো বিলাস থাকে, আসুন স্বাগত জানাই এই নতুন সময়সুচিকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।