ছড়া প্রান প্রানের প্রান, ছড়ায় শুঁকি সুখের ঘ্রান।
এক,
ভুবন মাতায় কার হাসি
মা'র হাসি।
দুই,
আধার তাড়ায় আলো এসে
মন্দ তাড়ায় ভালো এসে।
তিন,
একটা কথা কই
হবে নাকি সই?
চার,
ভাবনাতে মোর কে আসে
প্রিয়তমা সে আসে!
পাঁচ,
মনে হয় কার কথা
শুচি সে তার কথা!
ছয়,
হাসলে তুমি আমি যে হই খুশি
তোমার জন্য প্রেম পায়রা পুশি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।