আমি নগন্য মানুষ
দুইদিন আগে আমার কাছে একটা বার্তা আসে যে ৭.৫০ টাকায় ৩০ মিনিট কথা বলুন। ত আমি ভাবলাম হয়ত fnf টাইপ কিছু হয়ত হবে,একটি নাম্বারে হয়তো ৭.৫০ টাকায় কথা বলা যাবে অনেক্ষন। আমি রেজিস্ট্রেশন করলাম। আজ সকালে দেখি আমার ফোনে আছে ৬ টাকা কিন্তু কল যায়না,বলে টাকা কম আছে। আমি ত অবাক।
ফোন দিলাম ১২১ এ। যা বল্লো শুনে মনে হল আমি হয়ত ১০ বছর পিশনে চলে আসছি। আমাকে ১ মিনিট কথা বললেও ৭.৫০ টাকা দিতে হবে,আর ৩০ মিনিট বললেও দিতে হবে। আমাকে কিন্তু ওরা আগে এইটা বলে নাই।
ওকে,ধরলাম আমি গাধা।
কিন্তু সকাল থেকে আর একটা সমস্যা শুরু হলো,নেটওয়ার্ক এর ঝামেলা। কথা একবার বলার পর কয়েক মুহুর্ত সব নিশ্চুপ। আমি ১ মিনিট ও কথা বলতে পারি নাই। আমি দরকারি কথা বলব তা নিয়া বিরম্বনা। আমি বলি ভাই মোবাইল ত শুধু যারা আজাইরা ৩০ মিনিট কথা কয় তারা না আমরা যারা ১ মিনিট কথা কই তারাও ব্যাবহার করি।
বাংলালিঙ্ক এমুন ফাইযলামি করতাসে,আমার রেজিস্ট্রেশন বাতিল করতে হলেও নাকি ৩ টাকা কাটবে। কোন দুনিয়ায় আসলাম?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।