আমাদের কথা খুঁজে নিন

   

জেলাসমূহের নামকরণ (শেষ পর্ব)



পর্ব-১ পর্ব-২ পর্ব-৩ সব কিছুর নামকরণের একটা বিশেষ কারণ থাকে বা বিশেষ কোন পরিস্থিতির কারনেই কোন স্থান, কাল বা পাত্রের নামকরন করা হয়। বিভিন্ন জেলার নামকরণ কিভাবে হলো, তার প্রচলিত ধারণাগুলো নিচে দেয়ার চেষ্টা করলাম। এ পর্বে দেখুন- কুষ্টিয়াঃ কুষ্ট্রা বা কুস্তি খেলা থেকে কুষ্টে বা কুষ্টা প্রভৃতি শব্দ থেকে ঘুরে ফিরে কুষ্টিয়া উচ্চারণ এসেছে। কেউ কেউ ফরাসি ’কুশতহ’ বা ’কোস্তা’ থেকে কুষ্টিয়া নামের উৎপত্তি বলে মনে করেন। কোষ্টা অর্থাৎ পাট এ থেকে কুষ্টিয়া।

আবার কেউ বলেন কুষ্টিয়া গ্রামের নাম হতে এর নামকরণ করা হয়েছে। যশোরঃ গৌড়ের ধন ও যশ হরণের মাধ্যমে এ অঞ্চলের শ্রীবৃদ্ধি করা হয়েছিল বলে হরণকৃত যশ থেকে যশোর নামের উদ্ভব। অনেকের ধারণা ফরাশি শব্দ ’যশোর’ থেকে ’যশোর’ নামের উৎপত্তি। খুলনাঃ খুল্লনেশ্বরী কালী মন্দরি নাম থেকে খুলনা নামকরণ হয়েছে। চন্ডিকাব্যেও ধনপতির লহনা ও খুল্লনা নামের দুইজন স্ত্রী ছিলেন।

এই খুল্লনার রামানুসারে নাম হয়েছে খুলনা। অনেকে আবার মনে করেন, কপিল মুনির নিকট খুল্লনার খুল। এই খুল্লনা থেকেই খুলনা নাম হয়েছে। মেহেরপুরঃ মেহের আলী শাহ্ দরবেশের নাম অনুসারে নাম হয়েছে মেহেরপুর। সাতক্ষীরাঃ জনশ্র“তি আছে বিষ্ণু রায়ের পুত্র প্রাণনাথ সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সাতঘর কুলীন ব্রাহ্মণ এনে তার পরগনায় সব রকম সুযোগ সুবিধা দিয়ে বসতি স্থাপনের ব্যবস্থা করেন।

এই সাতঘর থেকে সাতঘরিয়া এবং কালক্রমে সাতক্ষীরা নাম হয়েছে। পটুয়াখালীঃ স্বর্গীয় দেবেন্দ্র নাথ দত্তের পতুয়ার খান নামক কবিতা থেকে পটুয়াখালীর উৎপত্তি। পটুয়া মব্দ থেকে পটুয়াখালী নামকরণের কথাও অনেকে বলেন। কারও মতে, পটুয়ারা এই এলাকায় বাস করতো বলে নাম হয়েছে পটুয়াখালী। বড়গুনাঃ কাঠ ব্যবসাযীরা নদীতে বড় গোনের অপেক্ষা করতো বলে এই স্থানকে বলা হতো বড় গোনা।

এ থেকেই বড়গুনা। পিরোজপুরঃ ফিরোজ শাহ নামক শাসকের নাম থেকে ফিরোজপুর হয়েছে। পরে নাম হয় পিরোজপুর। বরিশালঃ ইংরেজ ও পর্তুগীজ বণিকরা বড় লবন চৌকিকে বরিসল্ট বলতো। বরিসল্ট থেকে আস্তে আস্তে বরিশাল হযেছে।

ঝালকাঠিঃ গঞ্জে জেলেরা জালের কাঠি বিক্রি করত। জালের কাঠি হতে পর্যায়ক্রমে ঝালকাঠি নাম হয়েছে। ভোলাঃ ভোলাগাজী নামক জনৈক ফকিরের নামানুসারে নামকরণ হয়েছে ভোলা। সিলেটঃ প্রচীন গৌড়ের রাজা গুহক তার কন্যা শীলার স্মৃতি রক্ষার্থে একটা হাট স্থাপন করে তার নাম রাখেন শীলাহাট। এই শীলাহাট হতে শ্রীহট্ট।

পরে নাম হয় সিলেট। সুনামগঞ্জঃ সুনামদী নামক জনৈক মুসলিম সেনাপতির নাম বিকৃতি করে সুনামগঞ্জ নাম হয়েছে। কেউবা বলেন, সুনামদী নামক এক জেলের নাম থেকে সুনামগঞ্জ হয়েছে। মৌলভীবাজারঃ সমাজ সংস্কারক মৌলভী কুদরত উলল্লাহর প্রতি সম্মান জানিয়ে নাম রাখা হয় মৌলভীবাজার। হবিগঞ্জঃ আধ্যাতিক হবিবুল্লাহ পীরের নাম থেকে এই এলাকার নাম হয়েছে হবিগঞ্জ।

বাগেরহাট: এলাকাটি বাগ-বাগিচায় পরিপূর্ণ। তাই এলাকাটির নাম বাগেরহাট। আবার অনেকের মতে সুন্দরবনের খুব কাছে হওয়ার কারনে এখানে বাঘের উৎপত্তি হতো। তাই এর নাম হয়েছিল বাঘেরহাট। আর তা থেকেই বাগেরহাট।

সমাপ্ত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।