শাফি সমুদ্র
পৃথার ঘর দেখলে অতসীর কান্না আসে। সে কি কান্না। লাল কান্না। নীল কান্না। প্লাবনে প্লাবনে দৃশ্যের ভিতরে ভেসে ওঠে ঘর-দরজা।
পড়শী মেয়ের মুখ থেকে খসে পড়ে যন্ত্রণা। বিষাদ সংবাদ। ও পৃথিবীর মেয়ে বাজপাখি প্রতিদিন খুবলে খায় এভাবেই আমাদের টেবিল ও সন্নাসী নদী। স্বপ্ন; বিছানাজুড়ে শাসন করে অজগর।
অন্তর্গত অন্ধকারে পৃথা পাশ ফিরে ঘুমালে অতসী এখন আর চিৎকার করেনা।
ভয়। শুধু আঙুলে আঙুলে বড়শী গেঁথে শিকার করে সোনালি মাছ। প্রতিচ্ছবি আঁকে ইশকুল মাস্টারের। শৈশবে যার কাছ থেকে শিখেছে বিনীত ঘুমপাঠ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।