শাফি সমুদ্র
তুমিই তো শিখিয়েছো খেজুর বাগান খেজুর বাগান খেলা। অঙ্ককষা বালিকারা অঙ্ক বোঝেনা। পকেটভর্তি অঙ্কমন্ত্র নিয়ে হেঁটে যাই খেজুর বাগানে। অথচ-ঘুমবালকের বদনাম খোঁজ ইশকুল মাঠে। তুমিই তো শিখিয়েছো গোপন যমুনায় জল ঢালার প্রার্থনা।
বৃক্ষ রোপোনের নানান নিয়ম-কানুন। কামকলা। সন্ধ্যা ভুলে রাত্রিবিদ্যার পাঠশালায় শিখিয়েছো সম্ভ্রমের নামতা। এখন হাত ধরলেই ফোঁস। কাছে গেলেই ফোঁস।
শালার মাগী আমি কি ছিলাম তোর কামকুমার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।