আমাদের কথা খুঁজে নিন

   

জীবনের ব্যাকরণ



যত প্রাচুর্য হও-নারী নদীর বেঁকে চলা কূ‍ল কূ‍ল উচ্ছ্বলতা -আদি শরীর আবিষ্ট দেহের সংগীত মুর্চ্ছনা -স্বরলিপি অঙ্গের স্তবে স্তবে কুমকুমদানি-রঙের আধার আর সৌন্দর্যের বিকিরণ-ফুল সুঘ্রানের আতর ছড়ায় বাতাসের বাহন। সবুজ ঝিঁঝিঁদের ব্যাঞ্জনা তিলেতিলে গড়ে সভ্যতা-সিংহাসন যশ খ্যাতির সুউচ্চ শিখর-হিমালয় কামনার ফেনায় ভাঙে ঢেউ-গতি তবু যবনীকা ধেয়ে আসে-প্রগতি। কানে বাজে নারকেল বীথির শীতল-সুর নীল ধূপের ধোঁয়ার মত নি:সঙ্গ-আকাশ সুর তাল লয় খেই হারায়-সময়ের বার্ধক্যে নি:শ্বাস জমে জমে হয় প্রাচীন-নিশ্চল আবার নিসর্গ, আবার নিমগ্ন চৈতন্য-মৃত্তিকা আবার স্নেহক্ষির কাতরতা-নারী। যেমন কূলায় ফেরে সাঁঝের পাখি। ৮.৩.২০০৯

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.