শীগ্রই ইতালীতে নিষিদ্ধ হতে যাচ্ছে মুসলীম নারীদের আবরু রক্ষাকারী পোষাক বোরখা ও নিকাব। সাথে সাথে আইন অমান্যকারীদের জন্য সাস্তির বিধান হিসেবে রাখা হয়েছে জেল এবং জরিমানা। সম্প্রতি বেলজিয়ামের বিদ্যালয় গুলোতে হিজাব নিকাব নিষিদ্ধ করার পর এবার ইতালির সরকার আইন সংশোধন করে বোরখা ও নেকাব নিষিদ্ধ করতে যাচ্ছে।
ইতালির বের্লুসকোনির জোট সরকারের অপর শরিকদল নর্দান লীগ হচ্ছে বোরখা নিষিদ্ধ করার প্রধান পরিকল্পনাকারী । বোরখা নেকাব নিষিদ্ধ করার লক্ষে গতকাল ১৯৭৫ সালের আইনের একটি ধারাকে সংশোধনের জন্য বিল আকারে তারা গতকাল সংসদে উপস্হাপন করে।
১৯৭৫ সালের আইনের ধারায় বলা হয় " কোন ব্যাক্তিকে চিনতে বা শনাক্ত করতে বাধা সৃস্টি করতে পারে এমন কিছু যেমন হেলমেট , মুখোশ ইত্যাদি ( বিনা কারণে কিংবা বিনা প্রয়োজনে ) ব্যবহার করা যাবে না।
নর্দান লীগের প্রস্তাবিত সংশোধনীতে " বিনা কারণে কিংবা বিনা প্রয়োজনে " শব্দটি বাদ দিয়ে " এই বিষয়ে পরিস্কার ভাবে যথাযথ কারণ দর্শাতে বাধ্য থাকবে ( মুখোশ ব্যবহারকারী )" এই শব্দটি সংযোজনের জন্য সংসদে পেশ করা হয়। নতুন ধারাতে বলা হয়, ধর্মীয় বিস্বাস ও বাধ্যবাধকতা সংক্রান্ত এমন পোষাক পরিচ্ছদ ব্যবহার করা যাবে না যাতে ব্যাক্তির মুখমন্ডল আবৃত বা আড়াল করা হয়। প্রস্তাবিত সংশোধনী আইনে আইন অমান্যকারীর জন্য সাস্তি হিসেবে সর্বোচ্চ ২ বছরের জেল এবং ৩ হাজার ইউরো ( ৩ লক্ষ টাকা )জরিমানার বিধান রাখা হয়।
সংসদে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে এই নর্দান লীগ দল তাদের প্রস্তাবিত নতুন আইনটি কয়েকদিনের ভেতর সংসদে পাশ হবার আশা ব্যক্ত করেন।
সংসদের দলনেতা রোবের্তো কোতা নতুন আইন প্রনয়ন প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন, আমরা বৈষম্যমূলক আচরনকারী নই। মুসলীম সম্প্রদায়ের প্রতি আমাদের কোন প্রকার ক্ষোভ বা বিদ্বেষ নাই। কিনতু আইন সবার উর্ধ্বে এবং সকলের জন্য সমান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।