জীবন এক প্রবাহমান নদী, এখানে দু:খগুলো ভাটার মত, যা বাধ দিয়ে সংরক্ষনও করতে পারেন আবার জোয়ারের অপেক্ষায় ধৈর্যও ধরতে পারেন । ব্লগার থাবা বাবা স্মরনে । বলা হচ্ছে সে নাস্তিক ছিল । হাস্যকর , নাস্তিক হলেই তাকে মারা জায়েজ হয়ে যাবে ? এই তোমাদের ধর্ম বুঝ ? তোমাদের কি এতটুকু জ্ঞানও নেই যে এই ছেলেটাকে নাস্তিক এ কারনে নয় তাকে বরং মারা হয়েছে শাহবাগে জড়িত থাকার জন্যে । ভেবে দেখ, ও নাস্তিক !! তাতে কার কি এসে যায় ? আবার ভাবো ।
।
এদেশের মানুষ নাস্তিক হওয়ার পিছনের কারনও জামাত । আশা করি আপনি ধর্মান্ধ নন । ধর্মান্ধ মানুষের মানসিকতা নিয়ে পড়তে দেখুন এই লিন্ক । তাই এখন দাবী একটাই রাজাকার মুক্ত এবং রাজাকারের বিবির সন্তান শিবির মুক্ত বাংলাদেশ চাই ।
গ’তে গোলাম,ম’তে মুজাহিদ,স’তে সাকা,আ’তে আলিম,
নিঃসন্দেহে একাত্তরে তারাই ছিল জালিম ।
চল চল শাহবাগে চল,
যেতে যেতে ক’তে কাদের মোল্লা বল ।
শোক হোক শক্তি,
ভয়কে জয় করলেই আসবে মুক্তি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।