আমাদের কথা খুঁজে নিন

   

সামহোয়ার ইন ব্লগ ডট নেট হয়ে উঠুক মুক্তি স্বাধীনতা আর সত্যের সাহসী চারণ ভূমি।

Digital Bangladesh Warriors - fb.com/openbd

সামহোয়ারইনব্লগ এর নতুন ফিচারগুলো এক নজরে দেখে এলাম। চমৎকার করেছে, ভালো ডিভালপমেন্ট। বাংলাদেশের মানুষ দেশের ভেতর এবং দুনিয়ার যে কোন লোকেশন থেকে এমন একটা প্লাটফর্মে ক্রাউড করতে পারবে সেটা সত্যই সৌভাগ্যের বিষয়। এটা ধীরে ধীরে স্বাধীন দেশের মুক্ত কন্ঠস্বর হয়ে উঠুক এটাই আমাদের অন্তরের ছোট অথচ গভীর ভালোবাসার প্রত্যাশা। সাজেশনঃ পোষ্ট কমেন্ট এবং কমেন্ট নোটিফিকেশ তারাতারি ডিভলপ করা দরকার করন এটা ব্লগার্স ইন্টারেকশন সহজ এবং বহু গুন বৃদ্ধি করে তাছাড়া খুব প্রয়োজনীয়ও বটে। একই পোষ্ট অন্তত ৩ বার রি-পোষ্ট করার অপসন থাকা উচিত কারন ইহা একটি লেখা আরও উন্নত এবং ইফেক্টিভ হতে অনেক সাহায্য করবে। অনুরোধঃ আমার নামের ইডিট করার যদি একটা উপায় থাকতো। ভার্চুয়াল কী বোর্ডে লিখে এই অবস্থা করেছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।