Loading...
কোথাও বেড়াতে যাচ্ছেন বা যাবেন বলে প্রস্তুতি নিচ্ছেন?
ধরুন, দূরে কোথাও গেলেন। এদিক ওদিক ঘুরছেন। হঠাৎ চমৎকার একটি পাখি এসে আপনার অদূরে বসল। আপনি অবাক দৃষ্টিতে পাখির দিকে তাকালেন। এমন সুন্দর পাখি আপনি আগে কখনও দেখেননি।
তাই ছবি নেবার জন্য ব্যাগে হাত ঢুকালেন। আশ্চর্য! আপনি ক্যামেরা আনেননি। এমন পরিস্থিতিতে মাথার চুল ছেঁড়া ছাড়া আপনার আর তেমন কিছু করা নেই।
এমন পরিস্থিতে আমিও পড়েছি বহুবার। তাই ভ্রমনের আবশ্যকীয় জিনিসগুলোর একটা লিস্ট তৈরি করে দরজায় সেঁটে দিয়েছি।
নানা নতুন অভিজ্ঞতায় আমার লিস্টটি আরো রিচ হয়েছে। এখন আর এসব বিষয়ে খুব একটা ভুল হয় না।
প্রথমেই মনে রাখা প্রয়োজন একটি সুন্দর ভ্রমণের জন্য নির্দিষ্ট দিনের দুতিনদিন পূর্ব থেকেই প্রস্তুতি নেয়া প্রয়োজন। না হয় দেখা যাবে যেদিন যাওয়ার কথা সেদিন সকালে তাড়াহুড়ায় আপনি এটা-ওটা খুঁজে পাচ্ছেন না। শেষে হয়ত দেখা যাবে মনে কিছুটা অপূর্ণতা নিয়েই আপনাকে রওয়ানা দিতে হবে।
নতুন কিছু কেনার থাকলে আগেই কিনে রাখুন। যে জায়গায় যাবেন, সেখানটা সম্পর্কে পরিষ্কার ধারণা নিন। পারলে ঐ এলাকার ম্যাপ কালেক্ট করুন। নিরাপত্তার ব্যাপারে গুরুত্ব দিন।
তাই আপনার ভ্রমণ আরো স্বয়ংসম্পূর্ণ এবং আরো আনন্দময় হবার কামনায় লিস্টটি শেয়ার করছি-
১. ১টা ব্যাগ।
(সবকিছু একটা ব্যাগে নিন। ঝামেলা অনেক কমে যাবে। অনেকগুলি ব্যাগ হলে দেখা যাবে এগুলোর দিকেই আপনাকে বারবার খেয়াল রাখতে হচ্ছে। আর ব্যাগটা ওয়াটার প্রুফ হলে ভাল হয়)
২. ইজি এবং কমফর্ট পোষাক পরুন। (দেখা যাবে আপনি কাদা এড়াতে জোরে লাফ দিলেন আর আপনার প্যান্টের নিচটা ছিঁড়ে গেল)
৩. ইজি জুতা নিন।
(একবোরে নতুন কিংবা শক্ত জুতা হলে আপনি ভালোভাবে হাঁটতে পারবেন না বা হাঁটলে আপনার পায়ে ফোসকা পড়তে পারে)
৪. সানগ্লাস। (এক তো আছে ধূলা-বালি আর UV-ray তার উপর অন্যদের চোখ ঢাকা দেখলে আপনার নিজের চোখ খালি খালি লাগবে)
৫. ফুল চার্জড মোবাইল উইথ এনাফ ব্যালেন্স। (আমাদের তো বিদ্যুতের ঠিক নেই, তাই আগেই চার্জ দিয়ে রাখুন। কোন অনাকাঙ্খিত পরিস্থিতিতে এটাই আপনার বড় বন্ধু)
৬. ক্যামেরা। (ডিজিটাল হলে এক্সট্রা ব্যাটারি, মেমোরি কার্ড চেক করুন, এ্যনালগ হলে ফিল্ম দেখে নিন)
৭. টাকা।
(কিছু পরিমাণ টাকা এবং ভাংতি অবশ্যই সঙ্গে রাখুন)
৮.বই। (দু-একটা বই নিন। অবশ্যই বড় কোন উপন্যাস নয়। হালকা ম্যাগাজিন টাইপের হলে ভালো হয়)
৯. খাতা-কলম। (খাতা-কলম নিতে পারেন।
হঠাৎ কোন জরুরি তথ্য পেলে নোট করবেন। তাছাড়া বলা তো যায়না, কোন সুন্দর স্থান দেখে আপনার ভেতর কবিত্ব চলে আসতেও পারে!)
১০. Mp3 প্লেয়ার, ইয়ারফোন। (গানে গানে পথ চললে ভ্রমন আরো এনজয়এবল হবে। প্রিয় ট্র্যাকগুলো আগেই লোড করে রাখুন)
১১. হালকা খাবার ও পানি। (হালকা খাবার (চানাচুর,বার্গার,পিজা ইত্যাদি) সাথে রাখুন।
ভ্রমণে ক্ষুধা বেড়ে যায়। ঝোল জাতীয় কিছু নেবেন না, সারা ব্যাগ নষ্ট হতে পারে)
১২. ক্যাপ/হ্যাট, ছোট্ট ছাতা। (রোদের জন্য ক্যাপ-ছাতা নিন, তবে বৃষ্টির জন্য কিছুই না। বৃষ্টি হলে অবশ্যই ভিজবেন )
রুমাল, ওয়েট টিস্যু। (এগুলি খুবই কাজে লাগে, তাই সঙ্গে রাখুন)।
১২. কোথাও থাকার জন্য গেলে- আপনার ঘর/ড্রয়ার ভালোভাবে লক করুন, সকল ইলেট্রিক সুইচ অফ করুন। আপনার প্রয়োজনীয় ক্রিম/লোশন, লিপজেল সাথে নিন। চিরুনি নিন। পুরুষরা যারা নিয়মিত সেভ করেন তারা রেজর-ফোম এসব নিন। টুথপেস্ট আর ব্রাশ নিন।
আপনার প্রয়োজনীয় ঔষধ অবশ্যই নিন। একসেট এক্সট্রা ড্রেস নিন।
আরো কিছূ...
কিছু প্রয়োজনীয় টুলস্ নিতে পারেন। ছোট্ট একটা স্ক্রু ড্রাইভার বা টেস্টার, একটা লাইটার, একটা মোমবাতি সাথে রাখতে পারেন। এতে হঠাৎ কোন প্রয়োজনে এসব আপনি ম্যাজিকের মত বের করে সবাইকে চমকে দিতে পারেন।
একটা ছোট্ট নাইফ সাথে রাখুন। টুকটাক কাজে লাগে।
আবশ্যক কিছু বাদ পড়লে আপনিই বলুন। আর ভ্রমনের পূর্বে এটা দেখে নিতে পারেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।