আমাদের কথা খুঁজে নিন

   

সাদা চামড়া।

মানবিক, যৌক্তিক আর অযৌক্তিক। সোজা কথা আরেকটা মানুষ। দশ জনের ভীরে ডুবে থাকার প্রানান্ত চেষ্টায় থাকা মানুষ।

এইতো কিছুদিন আগের কথা। গ্রামীণের একটা বিজ্ঞাপন আসলো।

সুন্দরী নারীর প্রেমে হাবুডুবু খাওয়া হ্যান্ডসাম পুরুষ, হ্যান্ডসাম পুরুষের প্রেমে হাবুডুবু খাওয়া তথাকথিত FAT BOTTOMED GIRL, এবং মোবাইলে মিসকল। অনেকের আলোচ্য ছিল এই বিজ্ঞাপনে দেখানো বিভাজনের সমালোচনা। এখন, বুকে হাত দিয়ে বলেন দেখি, আসলে কি এটা ফ্যাক্ট নয়? গ্রামীণ টার্গেট যাদের করেছে তাদের বিশাল অংশই তো গ্ল্যামার বেইজ চিন্তা করে বলেই এটা ছেড়েছে। আপনি- আমিও সুন্দর/ সুন্দরী দেখেই কি সিদ্ধান্তে আসি না? আপনার সামনে বসা কোন ভোক্তা-কে আপনি প্রম্পট সেবা দেন? তাকেই দেন যে বেশী সমাদৃত। তিনি শুধু ফিজিক্যালি গ্ল্যামারাস হলেই সমাদর করছেন, এমনটা নাও হতে পারে।

হতে পারে তিনি সোশ্যালি ইম্পরট্যান্ট কেউ। সবাইকে এক কাতারে আমরা আসলে কখনই মাপিনা। এই চিন্তা তো পুরো সমাজেরই। হ্যা, সোশ্যাল কর্পোরেট রেস্পন্সিবিলিটি বলে একটা আদতে সুপ্ত পুঁজিবাদী প্রলেপ চালু আছে আমাদের কর্পোরেট সেক্টরে, সেটার আলোকে হয়তো বিজ্ঞাপনী সংস্থা গুলো আরেকটু সতর্ক হতে পারে। কিন্তু, এই আশা বড় দুরাশাই যে তারা সমাজ বদলে সাম্যবস্থা তৈরি করার জন্যে আপনার- আমার কথা শুনবে।

বরং, অসম কাঠামোটাই ওদের আরও লাভবান করবে। আজ, চ্যানেল ১৬ নামে একটি চ্যানেলে একটা TVC দেখলাম। ভারতীয় কমার্শিয়ালের বাংলা ভার্সন। ওটা দেখলে তো অনেকের বমিই চলে আসবে। এই TVC - গুলো আধাঘন্টা/ পনের মিনিটের হয়।

একজন ব্যাক্তিকে দেখানো হোল যিনি কালো বলে, তাকে কোথাও ঢুকতে দেয়া হচ্ছেনা। দারোয়ান পেছন থেকে মুখ বাকা করে গালাগাল করছে, সেটার আবার ক্লোজ শট নেয়া হয়েছে। পরে, তাদের প্রোডাক্ট ব্যবহারে চামড়ার রঙ পরিবর্তন হবার পর সেই একই ব্যাক্তির জয় জয়কার দেখানো হচ্ছে। আবার ধারা বর্ণনায় বলা হচ্ছে, কালো হলে আপনি কোথায় অবস্থান করছেন, আপনার জীবন কতোটা হীন। আপনার কোথাও জায়গা নেই।

আমার দেখা কদর্য কয়েকটা TVC এর একটা। সমালোচনা হওয়া উচিৎ এইসবগুলানের। এরা সরাসরি রেসিজম করছে। আত্মবিশ্বাস কমিয়ে দিচ্ছে, স্থূল বোধের চাষ করেই চলেছে। এই ধরণের কমার্শিয়ালস-গুলো প্রচারের তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

এই অরুচিকর, স্থূল, নোংরা, জঘন্য এবং মানসিক রোগের ভাইরাস বহুল বিজ্ঞাপন গুলো বন্ধের ব্যাপারে অতি দ্রুত কোন পদক্ষেপ নেয়া হবে বলে আশা রাখছি। সাদা চামড়ার ব্যাবসা বন্ধ হোক।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.