আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাঘ্র মামার আস্তানায়ঃ ফোটুকময় পোস্ট

... ... ... ...
পাহাড়কাঞ্চনপুর, যশোর, বগুরা, মাগুরা, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, সিলেট ... চলতে চলতে অনেক পথ পেরুলাম। বাদ পড়ে ছিল সুন্দরবন। এবার পা বাড়ালাম সে পথেও। সে পথের ছবি, বনের ছবি, আর হরিণ-পাখপাখালির ছবি নিয়ে এ পোস্ট। ব্যাঘ্রমামার বাড়ি গেলাম, কিন্তু মামা দেখা দিয়েও দিলেন না। কুমীর বাবাজি দেখা দিয়েছিল, কিন্তু ক্যামেরায় বন্দী করতে পারলাম না বলে হিংসুটেরা কেউ বিশ্বাস করলো না। আর বনের মায়া, মনের মায়ার গল্প শুরু করলে তো শেষ হবার নয়... সে গল্প পরে হবে। দুরাত আর তিনদিনের নৌকাবাস... তারই স্মৃতিস্বরূপ আজ আমার ঘরবাড়িও যেন দুলছে। তাই আজ এ পর্যন্তই। কালো মেঘ...আমাদের শুরুটা ভাল ছিল না বনের দেখা পেলাম শ্বাসমূল সবুজ অরণ্য সোনা সোনা রোদ... মাছরাঙ্গা এটাও কি মাছরাঙ্গা? সুন্দরী লেবু নাম না জানা অচিন পাখি অরণ্য সবুজ এখানেও আমাদের স্বাগত জানাতে সবুজ তোরণ অরণ্য এখনও সবুজ গোল ফল বুনো ফল, নাম জানি না ধবল বক হরিণের দল জঙ্গলে কাশফুল মরা গাছের গোড়ায় মাশরুম বালুকাবেলায় সতর্ক হরিণ, যদিও আমরা শিকারী নই পুলসিরাত...কটকায় সাগর বেলাভুমির পথে সিডরের ভালোবাসা(!) গোবরে পদ্মফুল, কাদায় ঝিনুকফুল শঙ্খচিলের ডানায় শঙ্খচিল মেঘের খেলা মালিহা, আমাদের আদুরে সহযাত্রী আরো কিছু খুদে সহযাত্রী অস্তবেলা নীড়ে ফেরার পালা সূর্যবন্দী মেঘ নাকি মেঘবন্দী সূর্য? একেলা মায়াবৃক্ষ রূপসা ব্রীজ ছবিগুলো বড় করে দেখতে ঘুরে আসুন
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।