ব্যাঘ্র মামার মাথায় ব্যথা
সঙ্গে ভীষণ সর্দি;
খবর পেয়ে বদ্যি এলেন
নামটা আলীবর্দী।
এলেন বটে বনবাদাড়ে
বসাই কোথায় তাকে ?
মামার মানুষ, ভাগ্নেরা সব
যাই পড়ে বিপাকে !
কি আর করি, অনেক ভেবে
গাছের উঁচু ডালে
বাঁশের মাচায় বসতে দিলাম
যা-ই থাকে কপালে !
মাচায় বসে নলের ভেতর
ওষুধ নিলেন ভরে;
হাঁক লাগালেন, এই ব্যাটারা
আন মামাকে ধরে।
মামার খোঁজে সবাই যখন
যাবার যোগাড় করছি;
সামনে মামা ঠায় দাঁড়িয়ে,
আমরা খেটে মরছি !
মামার মেজাজ দেখেই সবার
আত্মা খাঁচাছাড়া !
রেগে মেগে মামা তখন
দিলেন শরীর ঝাড়া !
চুপসে গিয়ে সবাই তাকাই
বদ্যি বেটার দিকে;
নলটা দেখি তাক করেছে
ব্যাঘ্র মামার দিকে !
গুড়ুম ! গুড়ুম ! এক পলকে
শব্দ হলো দুটো।
লাফ দিয়ে যেই উঠতে যাবেন
অমনি কপাল ফুটো !
শূন্যে দুটো গোত্তা খেয়ে
ধপাস করে পড়েন !
রক্ত মাখা শরীর নিয়ে
খানিক নড়েন চড়েন !
একটু পরেই মামার গেলো
নড়ন চড়ন থেমে;
ভাব নিয়ে খুব বদ্যি তখন
এলেন নিচে নেমে।
কোন দেশী এই বদ্যিরে ভাই
করলো অমন জুলুম !
এক ওষুধেই খতম মামার
বেবাক হালুম হুলুম !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।