ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
কেমন করিয়া মিটাই বল ?
তোমার এ ঋণ,
সেই ভাবনায় কাটেনা যে
আমার সকল দিন।
হৃদয় প্রাণের গহীন রাজে
তোমারি দেয়া বীণা বাঁজে
সেই বীণারও সুর মোহনায়
মনের বাগান নিত্য সাজে।
মনের বাগান ব্যথার ফুলে
কষ্ট কাঁদে হৃদয়কুলে,
পাড় ভাঙার আওয়াজ তুলে
আঘাত লাগে প্রণের মূলে।
বিরহ জল বুকের কোনে
না বলা কথা কাঁদে মনে,
ধুকে ধুকে মরি এই আমি
জীবন বেলার ক্ষণে ক্ষণে।
চোখের পাতায় ব্যথার পাহাড়
সুখগুলো হয় দুখের আহার,
ঝাপসা আলোয় অঢেল আঁধার
মরুর ভূমে শ্রাবণ-আষাঢ়...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।