আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টি ও নষ্টালজিয়া

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

আজ বিকালে অফিস ছুটির পর যখন বের হচ্ছিলাম, বাইরে দেখি ঝুম বৃষ্টি হচ্ছে। অথচ সকালে যখন বাসা থেকে বের হই, তখন বৃষ্টির নামগন্ধ ছিলনা, সকালের আবহাওয়াটা ঠান্ডা ছিল, বাসে করে অফিসে যাওয়ার সময় বাইরের ঠান্ডা আবহাওয়াটা খুবই ভাল লাগছিল। সারাদিনে বৃষ্টি হয়েছে কিনা বলতে পারবনা, অফিসের ভেতরে থাকার কারণে বাইরের আবহাওয়াটা টের পাইনি। বিকেলে বের হওয়ার সময় মুষলধারে বৃষ্টি নামতেই প্রথমে ভাবছিলাম তখনই বের হব নাকি আরো ঘন্টাখানেক পর বের হব, কারণ ঘন্টাখানেক পর বের হলে অফিসের গাড়ীতে করে যেতে পারতাম।

কিন্তু অফিস টাইমের পর এক মুহুর্তও আর অফিসে থাকতে ইচ্ছে করেনা, তাই বৃষ্টি মাথায় করে নিয়েই বের হয়ে পড়লাম। মূল রাস্তার মোড়ে এসে যখন বাসে উঠি, তখনও বৃষ্টির বেগ খুব একটা বেশী ছিলনা। বাস চলা শুরু করার পর বৃষ্টির বেগ আস্তে আস্তে বাড়তে থাকল। বাস থেকে যখন বাসার কাছে নামলাম, দেখি প্রচন্ড বেগে বৃষ্টি পড়ছে আর আশেপাশের মানুষ সবাই দোকানপাটের কার্ণিশের আড়াল নিচ্ছে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য। আমিও হয়তো তাদের মত বৃষ্টি থেকে বাঁচার জন্য কোন দোকানের ভেতর দাঁড়াতে পারতাম, কিন্তু দুটো কারণে দাঁড়াইনি।

প্রথমতঃ বাস স্টপেজ থেকে আমার বাসা খুবই কাছে, যতই বৃষ্টিতে ভিজি, জানতাম যে বাসায় ফিরে জামাকাপড় পাল্টে নিলে আর সমস্যা হবেনা। দ্বিতীয়তঃ এই মুষলধারে বৃষ্টি দেখে অনেকদিন পর ছোটবেলার স্মৃতিতে ফিরে গিয়েছিলাম। স্কুল-কলেজে যখন পড়তাম, তখন বৃষ্টিতে ভেজাটা খুবই উপভোগ করতাম। বয়স বাড়ার সাথে সাথে বৃষ্টি নিয়ে ছোটবেলার সেই উন্মাদনাটা কমে গেছে, এতদিন বৃষ্টি হলেই কত দ্রুত বৃষ্টির হাত থেকে নিজেকে রক্ষা করা যায় সেটা চেষ্টা করতাম কিংবা বৃষ্টি নিয়ে যে ছোটবেলার সেই উন্মাদনাটা নেই, সেটা নিয়ে হা-হুতাশ করতাম। কিন্তু আজ অনেকদিন পর হঠাৎ করেই বৃষ্টিতে ভিজতে ভিজতে কেন যেন ছোটবেলার দিনগুলো খুব মনে পড়ে গেল, খুবই মিস করছিলাম আজ বিকেলে ছোটবেলার সেই দিনগুলো।

ইদানিং নানাকারণে মন প্রায়ই বিক্ষিপ্ত থাকে, মাঝে মাঝে অবস্থা এমন হয়ে ওঠে যে, নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, ঐ সময় আমি কি করছি, নিজের কি ক্ষতি করেছি নিজেই বুঝে উঠতে পারিনা। অনেকক্ষণ পর খেয়াল হয় নিজের ওপর নিয়ন্ত্রণ হারানো অবস্থায় আমি কি আচরণ করেছিলাম, নিজের কি কি ক্ষতি করেছিলাম। কিন্তু যখন সেই চেতনাটা ফিরে পাই, তখন অনেক দেরী হয়ে যায়, ক্ষতিগুলো পুষিয়ে নেয়া আর সম্ভব হয়না তখন। আজ বিকেলে যখন বৃষ্টিতে ভিজছিলাম, তখন শুধুই মনে হচ্ছিল, এই বৃষ্টি যদি জীবনের সকল নীল বেদনাগুলোকে ধুয়ে মুছে দিয়ে জীবনে একটা নতুন মোড় এনে দিতে পারত, তবে বেশ হতো। আজকের বৃষ্টিটা কেন যে এমন নষ্টালজিক করে তুলল বুঝতে পারছিনা……


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.