আমাদের কথা খুঁজে নিন

   

একটা দুঃস্বপ্নের খসড়া

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

পায়ের নিচের মাটি কেঁপে উঠলে কী করবো কী করতে হবে এইসব আমি বিশেষজ্ঞদের কাছ থেকে হুঁ হা সহযোগে খুব মনোযোগ দিয়া শুনি পায়ের নিচের মাটি কেঁপে উঠলে কী করবো ভাবি মনে ঠিক করে রাখি কেননা যখন ঘটনাটা ঘটবে তখন মাঝরাত বলে আমার মনে হইতে থাকে কেননা মাঝরাতে খুব অসতর্ক মুহূর্তে এইসব কম্পনের ঘটনা ঘটে বিশেষজ্ঞদের কথা অনুসারে যদি সময় মেলে তাইলে সোজা খাটের নিচে চলে যেতে হবে কেননা সেই সময় কংক্রিটের জঞ্জাল কথাটার মর্ম যেমন আমরা বুঝতে পারবো তেমনি নিমেষ শব্দটার অর্থ্ও পরিষ্কার হয়ে যাবে তবু যদি মাথার ওপরের ছাদ এবং পায়ের নিচের ছাদ ঠিক থাকে তাহলে সোজা খাটের নিচে চলে যাওয়াই ভাল খাটের নিচের বাক্সপেটরা দেখে আমি চিন্তা করি এইসব সরাবো একদিন ঘটনাটা ঘটার আগেই সরাতে হবে কেননা সুমাত্রায়, জিনজিয়ানে এইসব ঘটতেছে ভুটানেও ঘটে গেল কেননা প্লেট নড়ে গেছে আমাদের কিছু করা উচিত কেননা এইটা থেকে আর রেহাই নাই স্বপ্নের মধ্যে দেখি ঘন ঘন নড়ে উঠতেছে দুনিয়া কেননা কাল গভীর বাতাসের রাত ছিল না তারপরও মশারির নড়ে ওঠা দেখে আমি বাতাসের কথা চিন্তা না করে ভূমির কথাই ভাবি এইসব ভাবতে ভাবতে স্বপ্নের মধ্যেই ঘুম ভেঙে যায় কেননা স্বপ্নের মধ্যে এইরকম ঘটে বিশেষজ্ঞরা প্রস্তুতির কথা বলে কেননা প্রস্তুতির কথা বলা ছাড়া আসলে প্রস্তুতির কথা মনে হয় না ঠিকঠাক কিন্তু মনের ভিতরে একটা ভয় প্রস্তুতি নিতে থাকে আমার অজান্তে সে ঠিকই খাটের নিচে গিয়া শুয়া থাকে আমি থাকি খাটের ওপর আর আমার ভয় আমার আত্মারে নিয়া খাটের নিচে গিয়া শুয়া থাকে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.