আমাদের কথা খুঁজে নিন

   

স্কুল জাতীয় জুনিয়র ও সাব জুনিয়র ব্যাডমিণ্টন প্রতিযোগিতা ২০০৯

পছন্দ নির্জন বাস, বই পড়া, গান শুনা, আবৃত্তি করা । পেশা দিন মজুর।

বাংলাদেশ ব্যাডমিণ্টন ফেডারেশনের উদ্যোগে পাবনা জেলা ক্রীড়া সংস্থা আয়জিত এবং স্কয়ার টয়লেটরিজ লিমিটেড এর পৃষ্টপোষকতায় শুক্রবার ( ২-১০-৯) থেকে পাবনা ষ্টেডিয়াম জিমন্যাসিয়ামে স্কুল জাতীয় জুনিয়র ও সাব জুনিয়র ব্যডমিণ্টন প্রতিযোগিতা শুরু হয়েছে।প্রতিযোগিতা বিকেল ৫টায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর পাবনা ইউনিটের পরিচালক গোলাম রব্বানী। অনুষ্ঠানে উপস্হিত ছিলেন বাংলাদেশ ব্যাডমিণ্টন ফেডারেশনের সহ সভাপতি শেখ নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক জোবায়দুর রহমান রানা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ পর্যন্ত মোট ১৮টি খেলা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে অনুর্ধ ১৪ বয়সের ১১টি এবং অনুর্ধ ১৮ বয়সের ৭টি খেলা অনুষ্ঠতি হয়েছে। ফলাফল- অনুর্ধ ১৪ মুশাওয়র --বগুড়া সফিকুল নড়াইল মেরাজ শরিয়ত পুর রিমন চট্টগ্রাম রাকিব পাবনা সিরাজুল শরিয়ত পুর আসাদ চট্টগ্রাম আমিরুজ্জামান চাপাই জামসেদুল চট্টগ্রাম মইনুল সিলেট মোমেন দিনাজপুর অনুর্ধ ১৮ আসিব পাবনা রাকিব কুমল্লা টপু বগুড়া মইনুল সিলেট তারেক সিলেট বিভাগ মোমেন দিনাজপুর মিজানুর চট্টগ্রাম


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.