শিশুতোষ যে কোন রচনা।
মানব মনের জন্য মহাবিশ্বের সত্যিকার ছবি অনুভব করা অসম্ভব। আমার শুধু জানিই না এটা কত বড়,এবং এটা কত বড় হতে পারে সেটা কল্পনা করাও আমাদের জন্য কঠিন।
যদি আমার পৃথিবী থেকে শুরু করি এবং ক্রমশ সরতে থাকি,তাহলে আমরা বুঝব কেন মহাবিশ্বের প্রকৃত ছবি কল্পনা করা কষ্টকর।
পৃথিবী সৌরজগতের অংশ,কিন্তু এর ছোট্ট একটা অংশ।
সৌরজগতে আছে সূর্য, গ্রহ যে গুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরে,গ্রহানু যে গুলো হল ছোট্ট গ্রহ আর আছে ধুমকেতু।
এখন,আমাদের সম্পূর্ন সৌরজগত আর একটি বিশাল জগতের ছোট্ট একটি অংশ, যাকে আমরা গ্যলাক্সি বলে জানি।
গ্যালক্সি তৈরী হয় মিলিয়ন মিলিয়ন তারা দিয়ে। যে তারা গুলোর আকার আমাদের সূর্যের চেয়েও বড় এবং এই তারা গুলোর অনেকেরই আছে নিজস্ব সৌরজগত।
মিল্কি ওয়ে নামে আমাদের গ্যালাক্সি তে আমরা যে তারা গুলো দেখি সেগুলো আসলে এক একটি সূর্য।
সেই সূর্য গুলো একটা অপর টা থেকে বিশাল দূরে অবস্থান করে। এমন বিশাল দূরত্ব যে সাধারন মাইল দিয়ে দূরত্ব প্রকাশ নাকরে আলোক বর্ষ দিয়ে সেই দূরত্ব হিসাব করা হয়।
আলো একবছরে যে পথ পাড়ি দিতে পারে সেটাই হচ্ছে এক আলোক বর্ষ। জানতে চাও আলো এক বছরে কতদূর যায়?
৬,০০০,০০০,০০০,০০০মাইল।
পৃথিবীর নিকটতম উজ্জ্বল তারার নাম হচ্ছে আলফা সেন্চুরি।
কত দূরে সেটা কল্পনা করতে পার?
২৫,০০০,০০০,০০০,০০০মাইল!
কিন্তু এখনো আমরা নিজেদের গ্যালাক্সি নিয়ে কথাবলছি। বিশ্বাস করা হয় আমাদের গ্যালক্সি প্রস্থে ১০০০,০০০ আলোকবর্ষ। যেটার অর্থ হল ৬,০০০,০০০,০০০,০০০মাইলের সাথে ১০০০,০০০গুন করলে যত হবে তত মাইল!! এবং এখনো আমাদের গ্যালাক্সি আরো বড় কোন জগতের ছোট্ট অংশ!!!
সম্ভবত মিলিয়ন মিলিয়ন গ্যালক্সি আছে আমাদের মিল্কি্ওয়ে সহ।
এবং এই গ্যালক্সি গুলো আরো বিশাল কোন জগতের অংশ।
তাহলে এটা বুঝা যায় যে কেন পুরা মহাবিশ্বের সম্পর্কে সত্যিকার ছবি মনের মধ্যে আনা অসম্ভব।
চমকপ্রদ ভাবে এটা বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে, আমাদের মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে।
তার মানে হচ্ছে, কয়েক বিলিয়ন বছর পর পর দুইটা গ্যালক্সির মধ্যে দূরত্ব আগের চেয়ে দ্বিগুন হয়ে যায়!!
এই ভিডিও টা দেখতে পারো
....................................................................
(*আরো ছবি যোগ করা হবে,এই টপিক্সে ভালো কোন ছবির লিংক থাকলে শেয়ার করুন)
কিছু দিন আগে একটা পোস্ট দিসিলাম Click This Link
তারই ধারাবাহিকতাই এই লেখাটা,এই লেখাটা পুরোপুরি অনুবাদ
করা টেল মি হোয়াই? বই থেকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।