আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার থাবা বাবার বড় পরিচয় কি একজন নাস্তিক নাকি একজন মানুষ?

পোশাকের কারিগর ব্লগার থাবা বাবা খুন হবার পর এখন আন্দোলনকে কিছু লোক নাস্তিক আস্তিক ইস্যুতে বিভক্ত করার চেষ্টা করছে। একজন মানুষ মরে গেল এটা কোন ব্যাপার না। তার নাস্তিক পরিচয়টা এখন বড় হল? আমি সৎভাবে বলছি , নাস্তিকদের আমিও পছন্দ করি না। আর কোন ধর্মের বিকৃতিও পছন্দ করি না। কারন সে আজ অন্য ধর্মকে বিকৃত করছে, কাল আমার ধর্মকে করবে।

কিন্তু একটা মানুষ মরে গিয়ে সব কিছুর উদ্ধে চলে গেছেন। তাকে নিয়ে কেন এত নোংরামি? সে নাস্তিক এটাই কি তার বড় পরিচয়? সে নাস্তিক বলে কি মানুষ না? সে কি কারও ভাই , ছেলে অথবা স্বামী নয়? আপনার কোন নাস্তিক ভাই ছেলে অথবা স্বামী খুন হলে কি একই অনুভুতি হত? নাস্তিক মরে গেছে বলে বিজয় উল্লাস করতেন? আমাদের কাছে এখন থাবা বাবার বড় পরিচয় হওয়া উচিত সে আমাদের সহযোদ্ধা ভাই। নাস্তিক না। সত্যি আমি মাঝে মাঝে খুব হতাশ হয়ে যায় এইসব দেখলে । ইচ্ছা করে দেশ ছেড়ে চলে যায়।

শুভবুদ্ধি ও মুক্তচিন্তার জয় হোক। আরেকটি কথা নাস্তিক হলেই যে তাকে জবাই করে অথবা অন্য কোনভাবে খুন করতে হবে সেটি কি কোথাও( যে কোন ধর্ম গ্রন্থ) উল্লেখ আছে? কেও লিঙ্ক দিতে পারলে খুব উপকৃত হব। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.